‘মুকুলের মাথায় চিপ ঢুকিয়ে দিয়ে সব তথ্য জেনে নিচ্ছে বিজেপি’, অদ্ভুত মন্তব্য করে ইডি-সিবিআই তদন্তের দাবী মদনের

গত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছে একটি নাম। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। তাঁর দিল্লি যাত্রার রহস্য থেকে শুরু করে তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নানান দাবী ও এই নিয়ে শাসক-বিরোধী তরজা। সব মিলিয়ে বেশ হই হই কাণ্ড রাজ্য-রাজনীতিতে। এমন আবহে এবার নিজের দলীয় এককালের সতীর্থকে নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বিস্ফোরক দাবী করলেন তিনি।
মুকুলকে নিয়ে বিস্ফোরক দাবী করে স্বভাবসিদ্ধ কায়দায় বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারের একটির ছবির প্রসঙ্গও টেনে আনেন মদন মিত্র। বলেন, “অক্ষয় কুমারের একটি সিনেমাতে দেখিয়েছিল যে শরীরে চিপ ঢুকিয়ে দিলে লোকেশন ট্র্যাক হয়ে যাবে এবং সব গোপন তথ্য বেরিয়ে আসবে। বিজেপি ওঁদের ডিজিটাল টিম দিয়ে এই কাজ করিয়েছে। কারণ এমন না করলে মমতা-অভিষেককে কিছুই করা যাবে না”।
কটাক্ষের সুরেই তিনি বলেন, “আমি এই ঘটনায় খুব চিন্তিত। বাড়িতে বলেছি কেউ কোনও ইঞ্জেকশন দিতে এলে যাচাই করে নিতে। বিজেপি হয়ত কোনও নতুন কোনও চিপ বের করেছে। সেই চিপ মানুষের শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাল্লা রাজা চিপ দিয়ে সবাইকে বোবা করে দিয়েছিল”।
মুকুল রায়ের দিল্লি যাত্রা ইডি-সিবিআইকে নিয়ে বিদ্রুপ করতে শোনা গেল মদনকে। তিনি বলেন, “আমি চাইব মুকুলের হঠাৎ কী হল, সেই দায়িত্ব সিবিআই-ইডিকে দেওয়া হোক। সব কিছুই যখন সিবিআই-ইডি তদন্ত করছে, তখন ওঁরা বের করুক যে মুকুলকে কারা দিল্লিতে নিয়ে গেল। মুকুল শুধু এই দেশের একজন নাগরিক নয় প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক। এখন মুকুল দিয়ে কী করিয়ে দেবে বোঝা যাচ্ছে না। এটাও হয়ত বলাতে পারে যে ২০ জন বিধায়ক টাকা নিয়েছে”।
গত সোমবার রাতে দিল্লি যান মুকুল রায়। বিমাবন্দর থেকে তাঁর হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিয়ে তাঁর ছেলে শুভ্রাংশু রায় দাবী করেছিলেন যে তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে। তবে দিল্লি থেকে পরে মুকুল জানান যে তিনি সুস্থ রয়েছেন আর তিনি নিজের ইচ্ছেতেই দিল্লি গিয়েছেন। এমনকি, মুকুল এও জানিয়েছেন যে তিনি বিজেপিরই বিধায়ক। তৃণমূল ভবনে গিয়ে উত্তরীয় পরাকে নিজের ভুল বলে স্বীকার করেন তিনি।