জ্যোতিষশাস্ত্র
প্রতিদিন ভোরবেলা বাড়ির দরজার সামনে এই কাজগুলি করুন, মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে যাবেন না

পরিবারে সুখ, শান্তি ও সাফল্য ধরে রাখতে পজিটিভ এনার্জিকে প্রবাহিত করা খুবই জরুরি। বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রাধান্য থাকলে পরিবারে নানা অশান্তি দেখা দেবে। হিন্দু ধর্মে ভোরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি অত্যন্ত পবিত্র। তাই দিনের শুরুটা ভালো করতে ভোরবেলায় বাড়ির বাইরের দরজায় কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয় বাস্তুশাস্ত্রে। এর ফলে সেই পরিবারে লক্ষ্মীশ্রী বজায় থাকে।
দেখে নিন ভোরবেলা বাড়ির মূল দরজায় কোন কোন কাজ করলে তুষ্ট হয়ে আপনার ঘরেই বাস করবেন মা লক্ষ্মী।
- হিন্দুধর্মে আলপনা আঁকা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ বিশেষ দিনে মূল দরজার বাইরে আলপনা এঁকে দিন। লক্ষ্মী পুজোর দিন তো চালুগুঁড়ো দিয়ে আলপনা আঁকতেই হবে। এভাবে মা লক্ষ্মীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রতিদিন সকালেই ঘরের বাইরে দরজার দু-পাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন।
- বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাড়ির প্রধান প্রবেশপথ নোংরা থাকলে সেখান দিয়েই ঘরে ঢুকবে নেগেটিভ এনার্জি। সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই ঘরের মূল প্রবেশ পথ পরিষ্কার করুন। এরপর দরজার দুই পাশে একটু করে জল ঢেলে দিন।
- প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গাজল বাইরের দরজায় ছিটিয়ে দিন। এর ফলেমা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘরে, সুখ ও শান্তি বিরাজ করবে।
- হিন্দুধর্ম অনুসারে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। রোজ সকালে বাড়ির কর্তা বা বড় ছেলের বাড়ির মূল দরজার দু-পাশে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা জরুরি। এর ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
- প্রতিদিন সন্ধেবেলা দরজার বাইরে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে তুষ্ট হয়ে আপনার বাড়িতেই বাস করবেন মা লক্ষ্মী।