রাজ্য

বামপন্থী বন্ধুরা ভোটটা আমাদের দিন: ভোটের আগে এ কেমন আহ্বান তৃণমূল সুপ্রিমোর!

বিধানসভা নির্বাচনের আগে হুইলচেয়ারেই রাজ্য সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে কোনও খামতি রাখছেন না তৃণমূল সুপ্রিমো। তবে এবার নিজের এক জনসভা থেকে অন্য রকম বার্তা দিলেন তৃণমূল নেত্রী। লালগড়ের সভা থেকে বামেদের বিজেপিকে ভুলে তৃণমূলের পাশে থাকতে বললেন তিনি। বিজেপিকে রুখতে বামেদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “বামপন্থী বন্ধুরা যাঁরা সত্যিই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাঁরা ভোটটা আমাদের দিন। সিপিআইএমকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না।”

সেই সঙ্গে যোগ করলেন, “নিজের দল করুন। কিন্তু বিধানসভা নির্বাচনে ভোটটা দিন তৃণমূলকে। তবেই বিজেপিকে রোখা সম্ভব হবে।” এর আগে শুভেন্দু অধিকারীও বাম সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন। প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে গেরুয়া শিবিরের পালে হাওয়া লেগেছে। সেইসময় ধস নেমেছিল বাম সংগঠনগুলির অন্দরেও। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলার ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি দখল করেছিল ২৪টি।

এছাড়াও ঝাড়গ্রাম লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় তারা। এই সব কারণে বুধবার লালগড়ের জনসভা থেকে কিছুটা আক্ষেপের সুরে মমতা বললেন, “গত লোকসভা নির্বাচনে বিজেপি ঝাড়গ্রাম থেকে জিতে গিয়েছে। তবে তাঁরা কোনও কাজ করেননি।”

Back to top button
%d