রাজ্য

বিজেপি সর্বনাশা রাজনৈতিক দল! ওরা মিথ্যে কথার গ্যাস বেলুন, গড়বেতার সভা থেকে বিজেপিকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো’র

নির্বাচন এসে গেছে প্রায়। রাজনৈতিক নেতা-কর্মীদের কথার ঝাঁঝ বেড়েছে। ‌ আক্রমণ আর‌ও ধারালো হচ্ছে। এদিন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সভা থেকে আবারও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, ভোটের আগে ক্যাশ বেলুন।” একইসঙ্গে বলেন, “বিজেপির শাসনকালে বেড়েছে বেকারত্ব।”

 

আর‌ও পড়ুনমোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা

পাশাপাশি হুঙ্কার ছেড়ে বললেন, “আমি বাঘের বাচ্চা, লড়তে ভয় পাই না। আমি আপনাদের পাহারাদার।”

নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পাওয়া সত্ত্বেও হুইল চেয়ারে বসে কার্যত প্রতিদিনই একাধিক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গড়বেতায় সভা করেন তিনি। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী।

দাবি করে বলেন, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির। এরপরই সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, “অনেকেই নির্বাচনের আগে ক্লাব, মন্দিরে টাকা দিয়ে জোর করে ভোট আদায়ের চেষ্টা করবে। ভুলেও ওদের ফাঁদে পা দেবেন না। ভয় দেখালেও গুরুত্ব দেবেন না।”

এরপরই পরামর্শ দেন, বহিরাগতদের দিয়ে ভোট লুটের চেষ্টা করলে মা-বোনেদের রুখে দাঁড়াতে।

 

আর‌ও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

প্রসঙ্গত, এদিনের সভা থেকে বিজেপিকে সর্বনাশা রাজনৈতিক দল বলে কটাক্ষ করেন মমতা।  সেইসঙ্গে আশ্বাস দেন, “বাংলায় কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। আগামীতে প্রত্যেকে চাকরি পাবেন। বেকারত্ব দূর হবে।” এরপরই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, “আমি বাঘের বাচ্চা। লড়তে ভয় পাই না। আমি মাথা নত করব না।” ২৭ তারিখ থেকে খেলা শুরু করার আহ্বান জানান তৃণমূল নেত্রী। 

Back to top button
%d