নিজের গড় নন্দীগ্রামে তুমুল বিক্ষোভের মুখে ভূমিপুত্র শুভেন্দু অধিকারী! হাতাহাতিতে তৃণমূল ও বিজেপি সমর্থকদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামেই বিধানসভা নির্বাচনে লড়াই করবেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। আর সেই নির্বাচনের ক’দিন আগে নিজ গড়েই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। বিজেপি তৃণমূল সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামের সোনাচূড়ায়।
আরও পড়ুন-মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা
প্রসঙ্গত, এদিন নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে আসেন শুভেন্দু অধিকারী। তখন তাঁকে গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। দেখানো হয় কালো পতাকা। এর পরই উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির সমর্থকরা। এর জেরে আহত হন বেশ কয়েকজন। সোনাচূড়া বাজার ছাড়াও ভুতার মোড়েও মারধর, সংঘর্ষের ঘটনা ঘটে।
গেরুয়া শিবির অভিযোগ করে জানায়, তৃণমূল সমর্থকরা তাদের সমর্থকদের উপরে চড়াও হন। মারধর পর্যন্ত করা হয়। এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পূর্ণ পাত্র নামে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। তাঁকে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে য়াওয়া হচ্ছে। অন্যদিকে, ভুতার মোড়ের সংঘর্ষে এক মহিলা সহ মোট ৩ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পর পরিস্থতি কিছুটা শান্ত হয়েছে।
আরও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে
উল্লেখ্য, এদিন নন্দীগ্রামের সোনাচূড়া বাজার দিয়ে শুভেন্দু আধিকারীর গাড়ি যখন যাচ্ছিল ঠিক সেই সময়ই তাঁর গাড়ির সামনে জুতো, ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়।
সকাল দশটা নাগাদ সেনাচূড়ায় প্রচার শুরু করেন শুভেন্দু। বেলা বারোটা নাগাদ তাঁর কনভয় আসে সোনাচূড়া বাজারে। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সমর্থকরা।
বিজেপির তরফে দাবি করা হয়েছে শুভেন্দুকে এদিন গদ্দার বলেও কটূক্তি করা হয়। সোনাচূড়ায় এই ঘটনা ঘটার ঘন্টা খানেক পর ফের শুভেন্দু অধিকারীর গাড়ী যখন ভুতার মোড় দিয়ে যাচ্ছিল তখন ফের কনভয়ের পেছনে থাকা বাইকগুলোকে আটকে বেধড়ক মারধর শুরু করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপির কর্মীরাও জড়ো হয়ে মারধর চালায়। উভয় পক্ষের আহত মোট ৯ জন। পাঁচ বিজেপি কর্মীকে রেয়াপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।তৃণমূলের আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতাল এ ভর্তি।করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
ভাটপাড়ার মতো এই ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে বিজেপি।