পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুতর অসুস্থ মুখ্যমন্ত্রী, জল জমেছে হাঁটুতে, আজই অস্ত্রোপচার এসএসকেএমে

বাম পায়ে চোট রয়েছে তাঁর। এর জন্য প্রয়োজন অস্ত্রোপচার। সেই কারণে আজ, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার দুর্ঘটনার পর চোট লাগার কারণে বাড়িতেই ফিজিওথেরাপি চলছে তাঁর। বাম হাঁটুতে জল জমেছে বলে জানা গিয়েছে।
চিকিৎসকরা টানা এক সপ্তাহ ধরে ফিজিওথেরাপি করেছে মমতার। একটা স্থিতিশীল জায়গায় ফিরিয়ে আনা হয়েছে মুখ্যমন্ত্রীকে। সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আজ, বৃহস্পতিবারই তাঁর একটা ছোটো অস্ত্রোপচার হতে পারে।
তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এর জন্য উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। মমতা এখন সুস্থই রয়েছেন বলে খবর। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি ভোটের প্রচার বন্ধ রেখেছিলেন। তবে এই ছোটো অস্ত্রোপচারটি প্রয়োজন।
কী হয়েছিল মমতার?
গত ২৭শে জুন জলপাইগুড়ি থেকে বাগডোগরা ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। বড় বিপদ এড়াতে সেবকের কাছে বায়ুসেনা ঘাঁটিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ করান পাইলট। এর জেরে কোমরে ও বাম পায়ে চোট পেয়েছিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে বলে খবর। গতকাল, বুধবার সকালে নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করেছেন তারা। এই গোটা বিষয়টি খতিয়ে দেখেন অধিকর্তা ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও হৃদরোগ বিশেষজ্ঞ দুই চিকিৎসক। প্রয়োজনে অর্থোপেডিকের বিভাগীয় প্রধান-সহ দুই চিকিৎসককে থাকতে বলা হয়েছে।