রাজ্য

বয়সের অজুহাতে সিঙ্গুর থেকে জনপ্রিয় ‘মাস্টারমশাই’কে সরালেন মমতা! এবারের তাস বেচারাম মান্না 

আজ ২৯৪ টি আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই তালিকা থেকে বাদ পড়েছেন অনেক প্রতিশ্রুতিবান নেতা, অনেক বরিষ্ঠ ও প্রভাবশালী নেতা‌ও।

তুলনায় জায়গা পেয়েছে নতুন মুখ। ভোট টানতে রাজনীতির ময়দানে নবাগত ফিল্মি তারকাদের প্রার্থী বানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন–WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

যেমন বয়সের অজুহাত দেখিয়ে এবারের বিধানসভা নির্বাচনের লড়াই থেকে বাদ দেওয়া হল সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ হিসেবে জনপ্রিয় রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তাঁর জায়গা নিলেন দিদির ঘনিষ্ঠ বেচারাম মান্না।

২০১১ সালে নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে বাম শাসনের অবসান ঘটাতে সক্ষম হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত লোকসভায় সিংলে ভালো ফল করতে পারেনি তৃণমূল। বিপুল ভোটে পিছিয়ে পড়েছিল রাজ্যের শাসক দল। সেই সিঙ্গুরেই একুশের ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়বেন বেচারাম মান্না। ২০১১ এবং ২০১৬-র ভোটে বেচারাম জিতেছিলেন হরিপালে। এবার সেখান থেকে তাঁকে সিঙ্গুরে তুলে আনা হয়েছে। হরিপালে প্রার্থী করা হয়েছে বেচারামের স্ত্রী করবী মান্নাকে।

স্বচ্ছ ভাবমূর্তির জন্য গত লোকসভা ভোটে সিঙ্গুর বিধানসভা থেকে বিপুল ভোটে লিড পেয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এবার সেই মাটি পুনরুদ্ধারে মরিয়া মমতা রবীন্দ্রনাথকে হটিয়ে বেচারামের কেন্দ্র বদল করে মাটি জেতার কৌশল নিলেন।

তাৎপর্যপূর্ণ ভাবে বিধানসভা নির্বাচনে, হুগলিতে একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল। উত্তরপাড়া কেন্দ্রের বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগদান করায় এবারে সেখানে দিদির দূত অভিনেতা কাঞ্চন মল্লিক।

পাণ্ডুয়ায় গতবার ফুটবলার রহিম নবিকে প্রার্থী করেছিলেন মমতা। কিন্তু গোষ্ঠী কোন্দলের কারণেই তাঁকে সিপিএমের আমজাদ হোসেনের কাছে হারতে হয়। এবার সেখানেও প্রার্থী বদল করা হয়েছে। লোকসভায় পরাজিত রত্না দে নাগকে পাণ্ডুয়ার প্রার্থী করা হয়েছে। জেলা সভাপতি দিলীপ যাদবকে প্রার্থী করা হয়েছে পুরশুড়ায়।

আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার নাম বাদ পড়েছে প্রার্থী তালিকা থেকে। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে। যদিও নজর থাকবে তৃণমূলের উত্থানের মাটি সিঙ্গুর ও নন্দীগ্রামে।

Back to top button
%d bloggers like this: