পতাকা, ফেস্টুনে মুড়ছে নন্দীগ্রাম! লড়াইয়ের ময়দানে জমজমাট তৃণমূল নেত্রীর প্রচার

২৭শে মার্চ থেকে শুরু হচ্ছে বঙ্গ নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ হতেই তোড়জোড় শুরু হয়ে গেছে রাজ্যজুড়ে। তবে আকর্ষণের কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। হাইভোল্টেজ এই আসনে তৃণমূলের হয়ে প্রার্থী খোদ যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রচার তো হবেই।
প্রসঙ্গত এখনও পর্যন্ত, বাংলার কোনও রাজনৈতিক দলেরই প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। অন্যান্য বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা না হলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তা মঞ্জুরও করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
আরও পড়ুন- BIG NEWS: হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!
আর এরপরেই এখন পুরো নন্দীগ্রাম পতাকা, ফেস্টুনে মুড়ে গেছে। জমজমাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার। প্রত্যেক বাড়ির দেওয়ালে ছয়লাপ ‘আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটা ফুল চিহ্নে ভোট দিন’ স্লোগান।
প্রসঙ্গত উল্লেখ্য চলতি বিধানসভা নির্বাচনে দেশের নজর থাকবে নন্দীগ্রামের উপর। অতীতে একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেন। নন্দীগ্রাম থেকেই নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন শুভেন্দু। কিন্তু সেই সৈনিকই এখন দলবদলে প্রবাহে গা ভাসিয়ে বিজেপিতে। তাই এবার আর কারুর ওপর দায়িত্ব না ছেড়ে স্বয়ং নেত্রী নিজেই এবার দাঁড়াচ্ছেন নন্দীগ্রাম থেকে।
আর তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দফাতেই নন্দীগ্রামের নির্বাচন। তাই সেই জায়গায় বিরোধী কোনও দলের এখনও প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। এদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর কথা আগে থেকে কর্মীরা জেনে যাওয়ায় জোর কদমে লেগে পড়েছেন ভোট প্রচারে। সকালে সূর্য ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচার।
ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বরা বেশ কয়েকবার নন্দীগ্রামে এসে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। দফায় দফায় এসেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। প্রচারের কৌশল বেঁধে দিয়ে গিয়েছেন তিনি। তার নির্দেশমতো ইতিমধ্যে কর্মী-সমর্থকরা ময়দানে নেমে পড়েছেন।
তবে সূত্র মারফত পাওয়া খবর বলছে চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষ মুখ হতে পারেন শুভেন্দু অধিকারীই। যদিও এখনও বিজেপি এই সিদ্ধান্তের ওপর শিলমোহর দেয়নি।