রাজ্য

জোর ধাক্কা খেতে পারেন মমতা! ফের তৃণমূলের সঙ্গ ছাড়ার সম্ভাবনা এই হেভিওয়েট বিধায়কের

অবশেষে গন্তব্য বিজেপিই! প্রাপ্ত খবর অনুযায়ী, আজ, হুগলির বৈদ্যবাটির সভায় পদ্মপতাকা হাতে নিতে চলেছেন  আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

জানা গেছে, আজ হুগলির বৈদ্যবাটিতে জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ওই সভাতেই জিতেন্দ্র তিওয়ারি যোগ দিতে পারেন গেরুয়া শিবিরে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি।

আরও পড়ুন-WB Election 2021: ৭ই বিজেপির ব্রিগেড মঞ্চে সৌরভ! মোদীর হাত ধরেই কী তবে গেরুয়া শিবিরে পদার্পণ মহারাজের? 

প্রসঙ্গত, এর আগেও শুভেন্দু অধিকারীর দলবদলের সময়‌ই জিতেন্দ্র তিওয়ারির বিজেপি যোগের কথা উঠেছিল। কিন্তু সেই সময় আসানসোলের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালের ঘোর আপত্তিতে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন নি। তবে এর জন্য তাঁদের শো-কজ করে বিজেপি। 

দুঃখে ফের ক্ষমা চেয়ে জিতেন্দ্র আবার নিজের পুরনো দলেই ফিরে যান। কিন্তু ফিরে পাননি হৃত সম্মান। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে পরে পোস্টার।

আরও পড়ুন- BIG NEWS: হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!

তবে এবার ফের একবার নতুন করে জিতেন্দ্র তিওয়ারির দলে যোগ দেওয়ার জল্পনা উঠতে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, “জিতেন্দ্রবাবু আসানসোলের একজন বড় নেতা। তিনি দলে থাকাকালীন মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে চিঠি লিখে যেই বিস্ফোরক তথ্য তুলে ধরেছিলেন, সেটা অনেক সাহসী পদক্ষেপ ছিল। আমি ওঁকে নিয়ে আপত্তি দেখিয়েছিলাম। কিন্তু এখন সবকিছু ভুলে মোদীজির নেতৃত্বে একসঙ্গে কাজ করার কোনও অসুবিধে নেই আমার। ওঁকে দলে স্বাগত জানাচ্ছি।”

Back to top button
%d bloggers like this: