কলকাতা

রক্ষাকবচ দেয়নি সুপ্রিম কোর্ট, কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতির নির্দেশ খারিজের আবেদনে ফের হাইকোর্টে অভিষেক, এত কীসের ভয়?

কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছেন, তা খারিজের আবেদন জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ খারিজের আবেদন জানিয়ে মামলা করলেন তিনি। এর আগে সুপ্রিম কোর্টের থেকে কোনও রক্ষাকবচ মেলেনি। এবার তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করলেন তৃণমূল নেতা।

কী ঘটেছিল ঘটনাটি?

গত মার্চ মাসে শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে সারদা কাণ্ডের সময় মদন মিত্র, কুণাল ঘোষ হেফাজতে থাকাকালীন সিবিআই তাদের উপর চাপ দিয়েছিল তাঁর নাম বলার জন্য। অভিষেকের এমন মন্তব্যের ঠিক পরদিনই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ সেই একই দাবী করেন।

কুন্তল অভিযোগ করেন, সিবিআই-ইডি নাকি তাকে চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলা জন্য। এই নিয়ে হেস্টিংস থানায় চিঠি লিখে অভিযোগও করেন তিনি। এই ঘটনার দৃষ্টি আকর্ষণ করানো হয় কলকাতা হাইকোর্টের দিকে। মামলা করে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় নির্দেশ দিয়েছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জেরা করতে পারে।

এরপর কী হয়?

বিচারপতির এই নির্দেশ নিয়ে কম জলঘোলা হয়নি। পরবর্তীতে এই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তবে তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। এরপর সিবিআই অভিষেককে তলব করলে গত ২০শে মে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে চলে জেরা।

এই মামলায় অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এমনকি, ইডি-সিবিআই ফের তাঁকে ডাকতে পারে, এমন নির্দেশও দেন তিনি। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। কিন্তু সেখানে মেলে নি রক্ষাকবচ। সেই কারণে এবার ফের হাইকোর্টে আবেদন জানালেন অভিষেক। আগামী ২৪শে জুলাই এই মামলার শুনানি রয়েছে।

Back to top button
%d bloggers like this: