রাজ্য

ভোট বাংলায় উত্তপ্ত বীরভূম! অনুব্রতর গড়ে অন-ডিউটি পুলিশ অফিসারকে লক্ষ্য করে বোমাবাজি, আহত ২

পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যেন ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এবার অনুব্রতর গড়ে অবাধে বোমাবাজির অভিযোগ উঠল। বীরভূমের লাভপুরে রেয়াত করা হল না পুলিশকেও। অন-ডিউটি পুলিশ অফিসারকে লক্ষ্য করে চলল বোমাবাজি। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী।

ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের দরবারপুর গ্রামের কাজীপাড়ায়। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার সেখানে একটি মেলা বসেছিল। সেই মেলার প্রাঙ্গণেই দায়িত্ব পালন করছিলেন দাঁড়কার পুলিশ ক্যাম্পের ছোটোবাবু পার্থসারথি সাহা। এদিন রাত ১০টা নাগাদা ওই পুলিশ আফিসারকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এই ঘটনায় আহত হন পার্থসারথি সাহা সহ আরও এক পুলিশ আধিকারিক।

তড়িঘড়ি উদ্ধার করা হয় আহত পুলিশ কর্মীকে। তাঁকে নিয়ে যাওয়া হয় লাভপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা জানান, পার্থসারথী সাহার দেহের পিছনে আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। এদিন রাতেই চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও জানতে পারা যায়নি। ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমরা মেলার মধ্যে ছিলাম। হঠাৎ দেখি ঝামেলা হচ্ছে। এরপরই বোমা পড়ে। আমরা সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাই। দোকানে যখন ছিলাম তখন বোমার আওয়াজও পেয়েছিলাম। আওয়াজ পেতেই দোকান বন্ধ করে দিই। তারপর বাড়ি চলে যাই। তবে হামলা পুলিশের উপর হয়েছে। সাধারণ মানুষের মনে হয় কিছু হয়নি”।

অন্যদিকে, হাসপাতালের চিকিৎসক শামীম আখতার জানান, “একজন পুলিশ এসেছিলেন। কোথাও একটা ঝামেলা হয়েছে শুনেছি। ওনার পিছনে লেগেছে। আর হাতেও অল্পবিস্তর চোট লেগেছে। সামান্য পরিষেবা দিয়েই ছেড়ে দিয়েছি। তবে বেশি কিছু চোট পাননি”।

Back to top button
%d bloggers like this: