মমতাকে টেক্কা দিতে প্রচারে জোর, জঙ্গলমহলে শাহের সঙ্গে প্রচারে নামছেন মিঠুন

পশ্চিমবঙ্গে ২১ এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি শেষ বারের মতো ১৩ জন প্রার্থীর আরও একটি তালিকা প্রকাশ করেছিল। তাতেই পরিষ্কার হয়ে যায় যে, বিজেপিতে যোগ দেওয়া বলিউড তারকা মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থী হচ্ছেন না। ফলে প্রচারেই দেখা যাবে মিঠুনকে। প্রথম দফার ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারে নামবেন মিঠুন চক্রবর্তী। ২৫ মার্চ জঙ্গলমহলে এই দুই জন একসঙ্গে প্রচার করবেন।
সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, শালতোড়া, মানবাজার ও কেশিয়াড়িতে সভা করবেন মিঠুন। জঙ্গলমহলে একাধিক রোড শোও করবেন মিঠুন। এছাড়াও শুভেন্দু অধিকারীর সমর্থনে আগামী ৩০ মার্চ নন্দীগ্রামেও সভা করবেন মিঠুন। অমিত শাহ সভা করবেন বাঘমুন্ডি, গোপীবল্লভপুর, তমলুক ও বিষ্ণুপুরে। শুরু থেকেই জঙ্গলমহলের জেলাগুলি বিশেষ নজর দিচ্ছে বিজেপি।
আরও পড়ুন: WB Election 2021: ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ
কিন্তু গেরুয়া শিবিরের সেই সব জনসভাও খুব একটা সফল নয়, সেভাবে ভিড় চোখে পড়ছে না। মঙ্গলবারের অমিত শাহর রোড শো ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মেদিনীপুর শহর। রাস্তার দুপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলেও সেই ব্যারিকেডের ওপারে মানুষ প্রায় ছিল না বললেই চলে। তাই শাসক শিবিরকে টেক্কা দিতে জোরদার প্রচার চালাচ্ছে বঙ্গ বিজেপি।