সক্রিয় রাজনীতিতে পা মহাগুরুর! এবার রাজ্য বিজেপিতে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

একুশের নির্বাচনের সময় শেষ তাঁকে দেখা যায় রাজ্যে। বিজেপির (BJP) হয়ে ময়দানে নেমেছিলেন তিনি। এর পর একবছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু তাঁকে আর রাজনীতি বা বাংলায় দেখা যায়নি। তবে আজ, সোমবার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) কলকাতায় (Kolkata) আসার পর থেকেই একটি জল্পনা বারবার উঁকিঝুঁকি মারছিল যে তিনি কী তাহলে এবার সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন!
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন যে মিঠুন কলকাতায় আসতে পারেন। তিনি এও জানান যে শরীর সুস্থ থাকলে মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দফতরে আসতে পারেন মিঠুন। তবে মিঠুনের ঘনিষ্ঠসূত্রে খবর, শরীর ঠিক থাকলে তিনি সোমবারই যেতে পারেন রাজ্য বিজেপির দফতরে।
একুশের নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে এনে চমক দেয় গেরুয়া শিবির। সেই সময় বিজেপির হয়ে বাংলার নানান প্রান্তে প্রচারও করেছিলেন তিনি। তবে বিজেপির রাজ্য দফতরে একবারও দেখা যায়নি তাঁকে। তিনি বিজেপির জাতীয় সমিতির সদস্য। তবে গত এক বছরে বঙ্গ রাজনীতি তো নয়ই, জাতীয় রাজনীতিতেও দেখা মেলেনি মিঠুন চক্রবর্তীর।
আসানসোল উপনির্বাচনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচার করতে আসার কথা ছিল তাঁর। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। উপনির্বাচনের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন তিনি। গতকাল, রবিবার হায়দ্রাবাদে চজিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। এরপর আজ, সোমবার কলকাতায় এসেছিলেন তিনি।
এদিন কলকাতায় এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দলীয় কার্যালয়ে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। এরপর সাংবাদিক বৈঠকে জানান যে দল তাঁকে একটা বড় দায়িত্ব দিয়েছে। মিঠুনের কথায়, “দল আমাকে এখন বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব আমি পালন করব। বিজেপি বিধানসভায় ৩ থেকে বেড়ে ৭৭ হয়েছে। আমি খুশি”। তবে বিজেপির তরফে তাঁকে ঠিক কী দায়িত্ব দিয়েছে, তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানান নি মহাগুরু। এই নিয়ে বিজেপির তরফেও কোনও মন্তব্য করা হয়নি।