‘তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, ২১ জন সরাসরি আমার সঙ্গে’ বিস্ফোরক দাবী করলেন মিঠুন চক্রবর্তী

আজ হলদিয়ার এক মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবী করেছেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসবে না। আবার অন্যদিকে এক বিস্ফোরক দাবী করে বসলেন বলি তারকা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ, বুধবার বিজেপির কার্যালয়ে বিজেপি বিধায়কদের (BJP MLA) সঙ্গে বৈঠকে তিনি বলেন যে একাধিক তৃণমূল বিধায়ক (TMC MLA) বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে।
মিঠুনের দাবী, “৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে ভাল যোগাযোগ রাখছে। ২১ জন তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছে”। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক জল্পনা অনেকটাই বেড়েছে। যদিও তৃণমূলের তরফে মিঠুনের এই দাবী উড়িয়ে দেওয়া হয়েছে।
এদিন হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বিধায়কদের নিয়ে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। এদিন এই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধন্দ। এরপরই সতীশ ধন্দ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বলি তারকা।
বাংলায় দলবদলের আবহেই মিঠুনের মন্তব্যকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। এদিন মিঠুন বলেন, “৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের (বিজেপি) সঙ্গে ভাল যোগাযোগ রাখছে। ২১ জন তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছ”। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “বম্বেতে একদিন সকালে উঠে দেখলাম শিব সেনা-বিজেপির সঙ্গে সরকার গড়ছে। বাংলায় যে এরকম হবে না, তা কে বলতে পারে”?
যদিও মিঠুনের এই দাবী উড়িয়ে দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “সরকারিভাবে বিজেপির ৭৭ বিধায়ক জিতেছিলেন। এখন তো ৭০ জনও নেই। আমাদের নেতারা বলছেন, দরজা খুললে দলটাই উঠে যাবে। সুতরাং বিজেপি নেতার এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন”। অন্যদিকে, এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মাঝে মাঝে প্রচারে থাকতে এসব বলে থাকেন উনি। তাতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই”।