গাছে ঝুলছে ১৫ কোটির আম, আমের চিন্তায় রাতের ঘুম উড়ল বীরভূমের মান্নান খানের, নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ

গাছে কোটি কোটি টাকার আম ফলেছে। আর তা নিয়ে রাতের ঘুম উড়েছে বীরভূমের রাজনগরের মান্নান খানের। কিছুদিন আগেই বীরভূমের দুবরাজপুরে মসজিদে জাপানি আম মিয়াজাকির খোঁজ মেলে। আর এবার সেই আমের সন্ধান মিলল এই মান্নান খানের বাড়িতেও। মসজিদের সেই আম নিয়ে প্রচারের ফলেই এই বিদেশি আম ও সেই আমের দাম নিয়ে জেলার মানুষের উৎসাহের অন্ত নেই। আর সেটাই বিপদের কারণ এখন মান্নানবাবুর।
দুবরাজপুরের মসজিদে জাপানি প্রজাতির মিয়াজাকি আমের গাছ নিয়ে প্রচারের ফলে ওই জেলায় সবাই এখন এই দামি আম নিয়ে বেশ সচেতন। এই আমের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা প্রতি কেজি। আর সেই তথ্য সামনে আসতেই চিন্তায় ঘুম উড়েছে রাজনগরের মান্নান খানের।
জানা গিয়েছে, বছর চারেক আগে তার এক বন্ধু তাকে দশটি মিয়াজাকি আম গাছের চারা এনে দিয়েছিলেন। সেই গাছগুলি বাড়িতে লাগিয়েছিলেন মান্নানবাবু। ছয়টি গাছকে বাঁচাতে পারেন নি তিনি। তবে চারটি গাছ বড় হয়ে ফল দেওয়া শুরু করেছে। এবার সেই আম গাছে দেখে সকলে চিহ্নিত করতে শুরু করেছে।
মান্নানবাবু জানান, তিনি নিজেও এতদিন এই আম নিয়ে সেভাবে কিছু জানতেন না। তবে সম্প্রতি দুবরাজপুরের মসজিদের আমের নিলাম শুনে এই এলাকার মানুষ বেশ উৎসাহী হয়ে উঠেছে। মান্নান খানও নিজের এই গাছকে মিয়াজাকি বলে চিহ্নিত করেন। কিন্তু এই আম নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।
মান্নানবাবু জানান, এই বছর তার চারটি গাছে প্রায় ২০০ টি মিয়াজাকি আম হয়েছে। আমগুলির আনুমানিক ওজন ৬০ কেজি এবং তাঁর বাজার মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৫ কোটি টাকা। গাছের এই আম বাঁচাতে এবার পুলিশের দ্বারস্থ হবার কথা ভাবছেন মান্নান। এমনকি সেই আম রক্ষার জন্য সিসিটিভি ক্যামেরাও লাগানোর কথাও ভেবেছেন তিনি।