ছিটেফোঁটা বৃষ্টি হলেও জারি থাকবে তাপপ্রবাহ, সপ্তাহভর তীব্র গরমে পুড়বে বাংলা, দেশের দুই উপকূলে জোড়া ঘূর্ণাবর্ত বাড়াচ্ছে উদ্বেগ

খুবই সামান্য একেবারেই ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে বটে কিন্তু তাতে তাপপ্রবাহের পরিস্থিতি কাটবে না। সপ্তাহভর চরম গরমেই কাটাতে হবে বঙ্গবাসীকে। দুই ২৪ পরগণা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে খুব সামান্য বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ-সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি।
অন্যদিকে, উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। শনিবার পর্যন্ত শিলিগুড়ি ও বাগডোগরাতেও বজায় থাকবে তাপপ্রবাহ।
শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
কলকাতাতেও চলছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ, বুধবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯০ শতাংশ।
এরই মধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ তৈরি হচ্ছে। আজ সকালেই এটি গভীর নিম্নচাপ থেকে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। তা এবার শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে গুজরাতের উপকূলের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে আবার, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি বাড়াবে। তা এবার ঘূর্ণিঝড়ে পরিণত হয় কী না, এখন সেটাই দেখার।