WB Election 2011: ‘দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে, চাকরি হবে’, পুরুলিয়ার সভা থেকে মোদী

সামনেই বিধানসভা নির্বাচন। ভোট প্রচারে বারবার বাংলায় আসছেন কেন্দ্রীয় নেতা। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ। বৃহস্পতিবার পুরুলিয়া শহর থেকে ২২ কিলোমিটার দূরে ভাংড়া নবকুঞ্জ ময়দানে জনসভা করেন মোদী। গত বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল ভালো ফল করলেও গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে দেয়। সেই জমিতে ফের পদ্মফুল ফোটাতেই আজ আসরে নামলেন মোদী। বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, “দিদি অনেক খেলেছে, এবার খেলার শেষ হবে, বিকাশ হবে”।
এদিনের সভায় পা রেখেই মোদীর মুখে ভেসে ওঠে রাম-সীতার কথা। এরই প্রসঙ্গে আসে পুরুলিয়ায় জলসঙ্কটের কথা। এখানে যে জলসঙ্কট এখনও মেটেনি, তৃণমূল গত আট বছরে এই সমস্যার সমাধান করতে পারেনি, সেকথাও বলেন মোদী। পুরুলিয়ায় বিকাশের অনেক ক্ষেত্র থাকলেও যা কার্যকর করেনি তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে এখানে তা কার্যকর হবে, একথাও বলেন তিনি।
আরও পড়ুন- পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তৈরি বিজেপির, আজ ঘোষণা বাকী প্রার্থীর নাম, থাকছে প্রচুর চমক
আদিবাসী, অনগ্রসর বা পিছিয়ে পড়া মানুষের জন্যও যে মমতা কোনও কাজ করেননি, তাও বলেন মোদী। তাঁর কথায়, “অত্যাচার অনেক করেছ দিদি, ভয় দেখিয়েছ, এবার মা দুর্গার আশীর্বাদে বাংলার মানুষ পরাস্ত করবে তোমাকে। বাংলায় সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজিদের পরাজয় হবে। তৃণমূলের এখ হাতে গোনা সময় রয়েছে। মমতা দিদি সেটা জানে। তাই উনি বলছেন খেলা হবে, খেলা হবে”।
মানুষের উন্নয়ন না করে মুখ্যমন্ত্রী বলেন খেলা হবে। তবে এই দুর্নীতির বিরুদ্ধে যে মানুষ ঘুরে দাঁড়াবে এও মোদী পরিষ্কার ভাষায় জানিয়ে দেন। এরপর বাংলার প্রশাসনের বিষয়ে বলেন যে বাংলার গণতন্ত্র যাতে বজায় থাকে তা বিজেপি অবশ্যই খেয়ালে রাখবে। ২রা মে’র পরই বাংলায় ‘আসল পরিবর্তন’ হবে, একথা ফের একবার জোর কণ্ঠে মনে করিয়ে দেব প্রধানমন্ত্রী।