বিনোদন

অর্জুন কাপুরের গালে সপাটে চড় পরিনীতির! কেন‌ও? পড়ে নিন

বনি কাপুরের ছেলেকে চড় মারলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন! কারণ কি? জানা যাচ্ছে, সামনেই মুক্তি পেতে চলেছে অর্জুন -পরিণীতির নতুন ছবি ‘সন্দীপ অওর পিঙ্কি ফারার’। ছবির পরিচালক দিবাকার বন্দ্যোপাধ্যায়। এই চড় সেই ছবির‌ই দৃশ্য l

আরও পড়ুন-কোন খাতে বইছে নিখিল-নুসরাতের সম্পর্কের সমীকরণ? ইনস্টাগ্রামে কি বার্তা দিলেন নিখিল?! দেখে নিন

প্রসঙ্গত, এই দুই অভিনেতার বলিউড ডেবিউ হয়েছিল একসঙ্গেই। ২০১২ সালে ‘ইশকজাদে’ ছবিতে একসঙ্গে কাজ করার পর ফের একবার তাঁদের পর্দায় জুটি হিসেবে দেখা যাবে এই ছবিতে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ এই ছবির বিষয়বস্তু। সমাজকে গুরুত্বপূর্ণ মেসেজ‌ও দিয়েছেন এই ছবিতে দিবাকর।

আরও পড়ুনখড়কুটো ছাড়ছেন তৃণা সাহা! মুষড়ে  গুনগুনপ্রেমীরা, কি বলছেন অভিনেত্রী

অর্জুন কাপুর এই প্রসঙ্গে বলেছেন, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধকে আমি খুবই গুরুত্ব সহকারে দেখি, কারণ আমি ছোটবেলা থেকে মহিলাদের মাঝেই বড় হয়েছি।..’ পরিস্থিতি অনুযায়ী ছবিতে অপরাধের গল্প আসবে। সেখানেই কী ভাবে একে অপরকে সাহায্যের মাধ্যমে সন্দীপ ও পিঙ্কির সম্পর্ক তৈরি হবে তা দেখানো হয়েছে এই ছবিতে।

Back to top button
%d bloggers like this: