বাংলায় সরকার গড়বে মোদী, দাবি করছে জাতীয় সমীক্ষা

২১ এর নির্বাচন প্রায়ই এসেই গিয়েছে। শাসক বিরোধী জোর লড়াই চলছে। কে ক্ষমতায় সবে বঙ্গে? সেই বিষয়ে চলছে ওপিনিয়ন পোল। বাংলায় ক্ষমতায় আসতে পারে বিজেপি এরকমটাই মনে করছে বাংলার মানুষ। এমনটাই দাবি করছে সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি ও সিএনএক্স ওপিনিয়ন পোল। এই জাতীয় সমীক্ষা অনুযায়ী, বাংলায় সরকার গড়তে চলেছে মোদী।
এই সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮৩ টি আসন পাবে, তবে তৃণমূল পেতে পারে মাত্র ৯৫ টি আসন। বাম-কংগ্রেস-আইএসএফ জোট পাবে ১৬ টি আসন। কেবল গোটা বঙ্গের নয় এই সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন বিধানসভা এলাকায় কে কটা আসন পাবে তার হিসাবও। সেই সমীক্ষা থেকে দেখা গিয়েছে, উত্তরবঙ্গে বিজেপি জিতছে। সেখানে মোট আসন সংখ্যা ২৮ টি যার মধ্যে বিজেপি পাচ্ছে ২৪ টি, তৃণমূল ৩ টি ও অন্যান্যরা ১ টি।
আরও পড়ুন: BIG BREAKING: পক্ষপাতদুষ্ট মমতার এই প্রিয় পাত্র! দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
উত্তরবঙ্গে মোট আসন সংখ্যা ১২৬ টি। সেখানে বিজেপি পাচ্ছে ৭৬ টি, ঘাসফুল ৪৮ টি ও বাম ২ টি। জঙ্গলমহলের ৪২ টি আসনের মধ্যে ২৫ টি দখল করে জয়ী বিজেপি, তৃণমূল পাবে সাতটি আসন। মধ্য বঙ্গ ও গ্রেটার মালদহে যদিও পাল্লা ভারী তৃণমূলের। মধ্য বঙ্গের ৪৯ টি আসনের মধ্যে শাসক দল সেখানে পাচ্ছে ৩৪ টি আসন, বিজেপির দখলে থাকতে পারে ১৪ টি ও বাম পাবে ১ টি আসন। গ্রেটার মালদহেও রয়েছে ৪৯ টি আসন, তৃণমূল পাচ্ছে ২৩ টি আসন, বিজেপির দখলে থাকতে পারে ১৪ টি ও জোট পাবে ১২ টি আসন।