‘সকলের সঙ্গে কথা হয়েছে, আমি বিজেপিতেই আছি’, ১২ দিন পর দিল্লি থেকে ফিরে বললেন মুকুল রায়

১২ দিন পর দিল্লি থেকে ফিরে এলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। আজ, শনিবার শহরে পা রেখে তিনি স্পষ্ট জানান যে তিনি নিজের ইচ্ছেতেই দিল্লি গিয়েছিলেন, কারোর চাপে পড়ে নয়। এও জানালেন যে দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে কথা হয়েছে তাঁর। মুকুল জানান, তিনি বিজেপিতেই রয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জানানো হয়, মুকুল বিজেপির বিধায়ক, তাই তাঁকে নিয়ে কোনও কথা বলতে চান না তারা।
হঠাৎ মুকুল রায়ের দিল্লি সফরকে ঘিরে বেশ জল্পনা তৈরি হয় রাজ্য-রাজনীতিতে। তাঁর ছেলে শুভ্রাংশু রায় দাবী করেছিলেন, তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে। তবে মুকুল সেই জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দিল্লিতে তিনি বিজেপি নেতদের সঙ্গে দেখা করবেন। আজ কলকাতা ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল জানান, “কারওর চাপে আমি দিল্লি যায়নি। কেউ জোর করে আমাকে নিয়ে যায়নি। শুভ্রাংশু ভুল বলেছে”।
মুকুল বলেছিলেন, তিনি জে পি নাড্ডা, অমিত শাহ্’র সঙ্গে দেখা করবেন। কিন্তু তাদের কারোর সঙ্গেই দেখা হয়নি তাঁর। এই প্রসঙ্গে মুকুল জানান, “কারোর সঙ্গে দেখা করতে যাইনি। তবে ফোনে সকলের সঙ্গে কথা হয়েছে। আবার দরকার পড়লে যাব”। মুকুলের এই মন্তব্যে রাজনৈতিক মহলের একাংশের মত, দিল্লি থেকে কার্যত শূন্য হাতেই ফিরতে হল রায়সাহেবকে। তবে ফিরে এসে মুকুল সাফ জানিয়ে দেন, “আমি বিজেপিতেই রয়েছি”।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “উনি বিজেপির বিধায়ক। তাই কী করলেন, কী করলেন না তা নিয়ে আমাদের কোনও মাথাব্য়থা নেই”।
মুকুল রায়ের এই দিল্লি যাত্রা নিয়ে এক নাটকীয় অধ্যায় ঘটে রাজ্য-রাজনীতিতে। তাঁর ছেলে শুভ্রাংশু রায় অভিযোগ করেছিলেন যে তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে। এই মর্মে তিনি বিধাননগর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। তবে দিল্লি বিমানবন্দরে নেমে মুকুল জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজের ইচ্ছাতেই দিল্লি গিয়েছেন। আর আজ কলকাতায় ফিরেও বিধাননগর পুলিশের কাছেও সেই একই দাবী করলেন রায়সাহেব। তবে মুকুলের এই দিল্লি যাওয়ার কারণ কিন্তু সেই ধোঁয়াশার মধ্যেই থেকে গেল।