রাজ্য

বেহাল দশা রাজ্যের সরকারি স্কুলে! পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন গ্রুপ ডি-র কর্মীরা, পাত্তা নেই শিক্ষিক-শিক্ষকাদের

রাজ্যের স্কুলগুলির বেহাল দশা। কোথাও শিক্ষক সাধারণ অংক করতে পারছে না তো আবার কোথাও স্কুলে তালা বন্ধ। ব্যতিক্রম নয় মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঝিল্লি পঞ্চায়েতের খাসপুর জুনিয়র গার্লস হাই স্কুল।

এই স্কুলে ছাত্রী সংখ্যা অনেক। কিন্তু কোনও শিক্ষক-শিক্ষিকা নেই। দিনের পর দিন ক্লাস নেন গ্রুপ ডি কর্মীরাই। পড়ুয়ার সংখ্যাও প্রায় ৭০ থেকে ৭২ জন। স্কুলে দেখা মেলে না কোনও শিক্ষক-শিক্ষিকার।তারা প্রত্যেকেই দরিদ্র পরিবারের ছেলে মেয়ে। তাই অভিভাবকরা বাধ্য হয়ে ওই স্কুলে ভর্তি করেন মেয়েদের স্বাক্ষর করার উদ্দ্যেশে।

জানা গেছে, খড়গ্রামের ওই স্কুলে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কোনও শিক্ষক নেই। একজন ছিলেন তিনি অবসর নিয়েছেন। বর্তমানে স্কুলে একজন গ্রুপ ডি কর্মী আছেন। তিনি মাঝেমধ্যে স্কুলে এসে ইতিহাসের ক্লাস নিয়ে কোনও রকমে স্কুলটিকে টিকিয়ে রেখেছেন। কারণ তিনি কিছুটা ইতিহাস জানেন। ছাত্রীরা সেটুকু পড়তেই নিয়ম করে স্কুলে আসে। মিড-ডে মিল খেয়ে বাড়ি চলে যায় তাঁরা।

অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিল খাওয়ানো এখন অনিয়মিত হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার যখন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ডাক দিয়েছে, তখন আমাদের রাজ্যের স্কুলের এই বেহাল দশা চোখে পড়ছে।

Back to top button
%d bloggers like this: