BREAKING: উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ, বিগ্রেডে পৌঁছলেন মোদী

কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন ঠিক সময়ে। এবার উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। ব্রিগেডে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ লক্ষ বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস আজ ব্রিগেডে চোখে পড়ার মতো। রেসকোর্সের হেলিপ্যাডে নেমে ব্রিগেড মঞ্চের দিকে এগিয়ে যান তিনি।
এদিন মঞ্চে আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটযুদ্ধের সূচনা করবেন মোদী। এবারের নির্বাচনে বাংলার মসনদ দখলে নেমেছে গেরুয়া শিবির। সেই অনুযায়ীই চলছে প্রস্তুতিও। তবে আজকের এই ব্রিগেড সভায় যে মোদী ভোট প্রচারের নতুন কৌশল বাতলাবেন, তা বেশ স্পষ্ট।
ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছেছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা। ব্রিগেডে পৌঁছে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। উপস্থিত হয়েছে অভিনেত্রী রিমঝিম মিত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্রিগেডে পৌঁছে ভাষণও দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও।