রাজ্য

তৃণমূলকে বিঁধতে গিয়ে কাশ্মীরকে জড়িয়ে মন্তব্য বিজেপি নেতা শুভেন্দু’র! আসরে নেমে জবাব দিলেন ওমর আব্দুল্লাহ্

বঙ্গ বিধানসভার লড়াই এবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। চলতি মাসেই ভোট। আর‌ও চারটি রাজ্যে ভোট ঘোষণা হলেও আকর্ষণের মূল কেন্দ্রে রয়েছে বাংলা। আর এবার বিধানসভার লড়াইয়ে উঠে এলো কাশ্মীর ইস্যু। বিতর্কে জুড়ল বাংলা-ভূস্বর্গ!

এই উত্তেজক পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে কাশ্মীরকে জড়িয়ে গোল বাঁধালেন তিনি। এরপরই আসরে নামেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ্।

আরও পড়ুন –Exclusive: দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

কি বলেছেন শুভেন্দু? গতকাল মুচিপাড়ার সভা থেকে বিজেপি নেতা বলেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে বাংলা কাশ্মীরে পরিণত হবে। এরপর‌ই মুখ খুলে ওমর শুভেন্দুকে মনে করান, এই মুহূর্তে কাশ্মীরও কেন্দ্র সরকারের অধীনে। সেখানে অন্য কারও সরকার নেই।

গতকাল মুচিপাড়ার সভা থেকে একাধিক ইস্যুতে শাসক দলের ওপর আক্রমনাত্মক বাক্য বর্ষণ করেন শুভেন্দু। যার মধ্যে অনেকাংশ‌ই ছিল ধর্মীয় বিভাজনের সুর। শাসকদলকে আক্রমণ করতে গিয়ে বাংলাদেশ, কাশ্মীরের মতো ইস্যু উঠে আসে তাঁর ভাষণে। শুভেন্দু বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই দেশটা ইসলামিক দেশে পরিণত হত। আমরা আজ বাংলাদেশে বাস করতাম। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে এই বাংলাকে কাশ্মীরে পরিণত করবে।”

বিজেপি নেতার এই কাশ্মীর মন্তব্যেরই তীব্র বিরোধিতা করেছেন ওমর আব্দুল্লাহ্। তাঁর কটাক্ষ, “আপনাদের মতো বিজেপি সমর্থকরাই তো বলেন ২০১৯ সালের আগস্ট মাসের পর কাশ্মীর স্বর্গে পরিণত হয়েছে। তাহলে বাংলা কাশ্মীরে পরিণত হলে আপত্তি কোথায়? যাই হোক, প্রতিবছর বহু বাঙালি আমাদের এখানে বেড়াতে আসেন, কাশ্মীরকে ভালবাসেন। তাই আপনার এই নিম্নরুচির, নির্বোধ মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা করলাম।”

আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। নন্দীগ্রামের লড়াই নিয়ে গতকালও মমতাকে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু। তিনি বলেন, “আমাকে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে লড়তে ভবানীপুর থেকে হেলিকপ্টারে চড়ে গিয়েছেন মাননীয়া। তবে আমি জয়ের ব্যপারে ২০০ শতাংশ নিশ্চিত।”

Back to top button
%d