রাজ্য

BREAKING: ‘এক ছোবলে ছবি, এবার এটাই হবে’, ব্রিগেডের মঞ্চ থেকে হুঁশিয়ারি মিঠুনের

আজ মোদীর ব্রিগেড। মহা সমাবেশ বিজেপির। এই নিয়ে সকল বিজেপি কর্মী-সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। গত বেশ কিছুদিন ধরেই চলেছে তুমুল প্রস্তুতি। অবশেষে আজ সেই দিন।

এদিনের ব্রিগেডে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন ব্রিগেডে আসার সময় রাস্ততেই তাঁর গাড়ি ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। এর জেরে কিছুক্ষণ আটকেও থাকে তাঁর গাড়ি। এদিন বাঙালি সাজেদ ধুতি-পাঞ্জাবী পরেই ব্রিগেডে যোগ দেন অভিনেতা। শুধু যোগ দেওয়া নয়, এদিন ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন- দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

এদিন ব্রিগেডের মঞ্চে বক্তব্য রেখে মিঠুন চক্রবর্তী বলেন, “আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। জীবনে কিছু একটা করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্নটা দেখিনি যে ভারতের তাবড় তাবড় নেতাদের সঙ্গে একই মঞ্চে থাকব। কিছুক্ষণ পরেই আসবেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম নেতা নরেন্দ্র মোদী। ১৮ বছরে একটা স্বপ্ন দেখেছিলাম, গরীবদের জন্য কিছু করার। আজ যেন সেই স্বপ্নটা কোথাও দেখতে পাচ্ছি”।

আরও পড়ুন- প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

তিনি এও আশ্বাস দেন যে কেউ কারোর অধিকার ছিনিয়ে নিতে পারবে না। বলেন, “আমার মতে বাংলায় যারা থাকেন, তারা সবাই বাংলার”। এই কথার মধ্যে দিয়ে যে তিনি বিজেপিকে তৃণমূলের কটাক্ষ করা ‘বহিরাগত’ আখ্যাকে নিশানা করলেন, তা বেশ স্পষ্ট। বক্তব্যের শেষে তাঁর মুখ দিয়ে উচ্চারণ হয়, তাঁর সেই গগনভেদী সংলাপ, “মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। আমি জলঢোঁড়া নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি, এবার এটাই হবে”।

Back to top button
%d