বিস্ফোরক মজুত করে রাখার অভিযোগ, NIA-এর জালে আটক আরও এক তৃণমূল নেতা, তুমুল হইচই অনুব্রতর গড়ে

ফের বিস্ফোরক মজুতের অভিযোগে এনআইএ-র জালে আটক তৃণমূল নেতা। মনোজ ঘোষের পর এবার আটক করা হল বীরভূমের কুশমোড় ২ নম্বর ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীকে। তাঁর পরিবারের দাবী, তিনি নির্দোষ। রাজনৈতিক কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী।
গত ২৮ জুন সকালে নলহাটির বাহাদুরপুরে মনোজ ঘোষের একটি পাথর খাদানে হানা দিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। আট থেকে দশ ঘন্টা আধিকারিকরা তল্লাশি চালান সেখানে। এনআইএ সূত্রে খবর, সেই সময় অফিসে মনোজ ঘোষের ম্যানেজার পার্থকুমার মণ্ডল উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে সঙ্গে নিয়ে যাওয়া হয় খাদানে। সেখানে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এরপর পুনর্নির্বাচনের দিন তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ওই মনোজ ঘোষকে জেরা করেই ইসলাম চৌধুরীর না জানতে পারেন এনআইএ আধিকারিকরা। জানা যায়, তিনি কুশমোড় ২ নম্বর ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি। এরপর গতকাল, শুক্রবার ভোররাতে ওই তৃণমূল নেতার বাড়ি হানা দেয় এনআইএ। পাইকর থানায় নিয়ে গিয়ে জেরা করা হয় তাঁকে। এরপর আটক করে নিয়ে আসা হয় কলকাতায়।
তবে ইসলাম চৌধুরীর বাবার দাবী, তাঁর ছেলে কোনও অপরাধমূলক কাজ করতে পারে না। ইসলামের স্ত্রী পারভিন বিবি এই বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর স্বামীকে আটক করা হয়েছে।