লকেটের নামে ইডিতে অভিযোগ, রোজভ্যালি কাণ্ডে বিজেপি সাংসদের যোগ নিয়ে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী

কিছুদিন আগেই আর্থিক প্রতারণার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার এরই মাঝে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ করলেন বিধাননগর তৃণমূল মেয়র পারিষদ তুলসী সিনহা রায়। রোজ ভ্যালি কাণ্ডে আর্থিকভাবে লাভবান হয়েছেন লকেট, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।
কী অভিযোগ তুলসী সিনহা রায়ের?
তাঁর অভিযোগ, একটি চিটফান্ড থেকে সুবিধা ভোগ করেছেন লকেট। তাই লকেটের বিরুদ্ধেও নিরেপেক্ষ তদন্ত শুরু করার এবং তাঁর আয়ের সঙ্গে সঙ্গতি নেই এমন সম্পত্তি খতিয়ে দেখার দাবি তুলেছেন তুলসী।
তিনি বলেন, “আইনজীবী এবং সমাজকর্মীদের পক্ষ থেকে একটি তদন্ত করার আবেদন নিয়ে সিজিও এসেছিলাম। সম্প্রতিকালে ইডি বিভিন্ন তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে। আমরাও একটা নিরেপেক্ষ তদন্তের দাবি নিয়ে এসেছি। বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি চিটফান্ডের থেকে সুবিধা পেয়েছেন। তাঁর আয়বহির্ভূত সম্পত্তি নিয়ে যাতে নিরেপেক্ষ তদন্ত হয়, তার জন্য ইডির কাছে এসেছি। আমদের কাছে তথ্য রয়েছে। চাইছি ইডি তদন্ত করে দেখুক। প্রয়োজন পড়লে আমরাও সাহায্য করব”।
নুসরতের বিরুদ্ধে অভিযোগ করার পাল্টা নয় তো?
এর আগে নুসরত জাহানের বিরুদ্ধে ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এবার লকেটের বিরুদ্ধে পাল্টা তৃণমূলের ইডির দ্বারস্থ প্রসঙ্গে তিনি বলেন, “আগের দিন নুসরত জাহান নিয়ে কোনও উত্তর না দিয়ে মুখ্যমন্ত্রী আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির এক সাংসদকে টার্গেট করা হবে। এই টার্গেট করে নুসরতের অপরাধকে জাস্টিফাই করা যাবে না। বঞ্চিত সর্বহারা বয়স্কদের বিচার দেওয়া যাবে না। যে কোনও অভিযোগের তদন্তই তদন্তকারী সংস্থা গুরুত্ব দিয়ে করছে। ভালো লাগছে যে তৃণমূলের ইডির প্রতি আস্থা বেড়েছে”।
কী অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে?
গত সো মবার সন্ধ্যায় বেশ কয়েক জন প্রবীণ নাগরিককে নিয়ে ইডির যুগ্ম অধিকর্তার কাছে গিয়েছিলেন শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, নুসরতের সংস্থা বয়স্ক নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা করেছে। টাকা আত্মসাৎ করে আর ফ্ল্যাট দেয়নি। দাবি, সেই অঙ্ক ২৪ কোটি টাকা। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ওই টাকা দিয়েই দক্ষিণ কলকাতায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন সাংসদ, যার দাম এক কোটি ৫৫ লক্ষ টাকা।
এর ঠিক পাঁচদিনের মাথায় এবার বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠল। তুলসীর অভিযোগ, রোজ ভ্যালি চিটফান্ড থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। যেহেতু ইডি এই রোজ ভ্যালি-দুর্নীতির তদন্ত করছে, তাই ইডির কাছে নিরপেক্ষ তদন্তে আবেদন জানান তিনি। বলেন, প্রয়োজনে আরও তথ্য দিয়ে তদন্তকারীদের সহযোগিতা করতে রাজি তিনি।