রাজ্য

স্কুলের মধ্যেই রমমরিয়ে চলছে নেশার ঠেক! প্রতিবাদ করায় হোস্টেলে ঢুকে পড়ুয়াদেরই বেধড়ক মারধর বহিরাগত ম’দ্য’পদের

স্কুল ক্যাম্পাসের মধ্যেই চলছে ম’দ্য’পদের আড্ডা। স্কুল যেন হয়ে উঠেছে নেশার ঠেক। বহিরাগতরা স্কুলের ভিতর ঢুকে এই কার্যকলাপ করে বেড়াচ্ছিল। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে স্কুল হোস্টেলের পড়ুয়াদেরই বেধড়ক মারধর করল ম’দ্য’প বহিরাগতরা।

জানা গিয়েছে, স্কুলের হোস্টেলের গেট ভেঙে ভিতরে ঢুকে হোস্টেলের পড়ুয়াদের মারধর করেছে ওই বহিরাগতরা। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ ব্লকের নয়াপুটে সুধীরকুমার হাইস্কুলে।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে তাদের হোস্টেলের বেশ কিহু পড়ুয়া থাকে। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় স্কুল চত্বরের ভিতরে কয়েকজন ব্যক্তিকে নেশা করতে দেখে আবাসিকরা। জানা গিয়েছে যে তারা সকলেই বহিরাগত। সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করে আবাসিক পড়ুয়ারা। আর এপরই বহিরাগতরা উত্তেজিত হয়ে হোস্টেলের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

এরপর বেশ কয়েকজন পড়ুয়ার উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে আহত পড়ুয়ারা। এই বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে।

এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পৌঁছয় জুনপুট উপকূল থানার পুলিশ। এর বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই বলেন, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানিয়ে আবাসিক পড়ুয়াদের একটি লিখিত অভিযোগ জানাতে বলেছি” বিষয়টি পুলিশকে ইতিমধ্যেই জানানো হয়েছে। আপাতত আহত পড়ুয়াদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে”।

Back to top button
%d bloggers like this: