সংঘর্ষ অব্যাহত! ‘কিছু পাকিস্তানি রাতে বিভিন্ন জায়গায় গোলমাল করেছে, ওসিকে বোম মেরেছে’, অভিযোগ শুভেন্দুর

আজ থেকে বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এরইমধ্যে নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেন পাকিস্তানিরা কিছু জায়গায় গোলমাল করেছে। ভোটের আগের রাতে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিলেন তিনি। একইসঙ্গে এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ হচ্ছে। সেগুলি দ্রুত ঠিক করার ব্যবস্থা করা উচিত নির্বাচন কমিশনের।
শনিবার প্রথম দফার ভোটগ্রহণের আগের রাতে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তৃণমূল সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে বলে দাবি বিজেপির।
আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা
শুভেন্দু অধিকারী বলেন, ‘কিছু পাকিস্তানি রাতে বিভিন্ন জায়গায় গোলমাল করেছে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এগুলো কোনও রাজনৈতিক ঘটনা বলে মনে করি না’। সঙ্গে তাঁর পরামর্শ, বিভিন্ন জায়গায় ইভিএম মেশিন খারাপ হচ্ছে। সেগুলি দ্রুত মেরামত করুক কমিশন।
আরও পড়ুন –‘নন্দীগ্রামে জিতিয়ে দিতে হবে’, বিজেপি নেতাকে ফোনে আবদার মমতার!
উল্লেখ্য, এদিন সকালে কেশিয়াড়িতে তাঁদের এক কর্মীরে দেহ উদ্ধার হয়েছে বলেও দাবি গেরুয়া শিবিরের। পটাশপুরে সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছেন ওসি। সকালে ভোটগ্রহণ শুরু হলে দক্ষিণ কাঁথির মাজনা হাই মাদ্রাসা বুথে ইভিএম হ্যাক হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। ব্যালটে ভোট করানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। তার পরই বিক্ষোভকারীদের পাকিস্তানি বলে আক্রমণ করেন শুভেন্দু।