‘কোনওদিন তো এলাকায় দেখিনি, কোনও কাজ করেন না, কীভাবে এত ভোট পেল জানিনা’, বিতর্কে জড়াতেই নুসরতের উপর ক্ষোভ উগড়ে দিলেন বসিরহাটবাসী

ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। যে সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ, সেই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত। অভিযোগ, এই দুর্নীতির টাকাতেই তিনি নাকি ২ কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। যদিও সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সাংসদ সাফ জানিয়েছেন যে তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তবে নিজেদের সাংসদ সম্পর্কে কী বলছে বসিরহাটবাসী?
২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে জিতে বসিরহাটের সাংসদ হন নুসরত জাহান। তাঁকে এলাকায় দেখাই যায় না, এমন অভিযোগ স্থানীয়দের অনেকদিনের। এবার তাঁকে নিয়ে বিতর্ক শুরু হতেই সাংসদের বিরুদ্ধে একের পর কে ক্ষোভ উগড়ে দিলেন বসিরহাটের মানুষজন।
কী জানালেন বসিরহাটের বাসিন্দারা?
এলাকার এক বাসিন্দার কথায়, “আমার মনে হয় গোটা বাংলা তথা ভারতজুড়ে যে স্পিডে কাজ হচ্ছে তার কিছুই বসিরহাটে হচ্ছে না। উনি যে লেভেলের মানুষ তাতে কাজ করলে গোটা বসিরহাট চেঞ্জ হয়ে যেতে পারতো। আমাদের আশা ছিল অনেক এলাকার সৌন্দর্যায়ন হবে। আমি নিজে একজন শিল্পী, উনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত, তাই ভেবেছিলাম এ দিকগুলো দেখবেন। কিন্তু, কাজ তো কিছুই হয়নি”।
অন্য এক বাসিন্দার কথায়, “আমি তো এলাকায় ওনাকে কোনওদিনই দেখিনি। কোনও কাজ করতেও দেখিনি। এদিকে এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। কিন্তু, কাজের কাজ তো কিছুই হচ্ছে না”
নুসরত কীভাবে বিপুল ভোটে জিতে জয়ী হলেন, তা বোধগম্য হয়নি এলাকার বাসিন্দা রথিষ দাসেরও। তিনিও ক্ষোভ উগড়ে দিয়েই বলেন, “চার বছরে ওনাকে এলাকায় কোনওদিন দেখিনি। কাগজেই ছবি দেখি শুধু। এখানকার লোকের সঙ্গে ওনার কোনও যোগাযোগ রয়েছে বলে আমার মনে হয় না। কী করে উনি এত ভোটে জিতলেন আমি বুঝতে পারি না”।