রাজ্য

ফের মিলল শিশুপাচার চক্রের খোঁজ, ২ লক্ষ টাকায় বিক্রি হল ৪ দিনের সদ্যোজাতকে

কিছুদিন আগেই খাস কলকাতা থেকেই শিশু পাচারচক্রের খোঁজ মিলেছিল। দিনের পর দিন আইভিএফ সেন্টারের আড়ালে চলছিল শিশু পাচার চক্র। সদ্যোজাতদের বিক্রি করা হচ্ছিল লক্ষ লক্ষ টাকায়। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই পূর্ব মেদিনীপুরের এগরা থেকেই মিলল ফের শিশু পাচার চক্রের খোঁজ।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ঘটনায় এগরার এক বেসরকারি হাসপাতালের মালিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, গত সোমবার মর্জিনা বিবি নামে এক মহিলা মাত্র ৪ দিন বয়সি একটি শিশুকে টিকাকরণের জন্য দিঘা হাসপাতালে নিয়ে যান। আরও ২ মহিলা ছিলেন তাঁর সঙ্গে।

হাসপাতালের তরফে যখন শিশুটির জন্মের শংসাপত্র দেখতে চাওয়া হয়, তখনই ঘটে বিপত্তি। সন্তানের বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন নি মর্জিনা বিবি। এরপর তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে নানান অসংলগ্ন কথা বলতে থাকেন ওই মহিলা।

মহিলার এমন কথাবার্তাতেই সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। খবর দেওয়া হয় থানায়। পুলিশ মর্জিনা বিবি ও তাঁর দুই সঙ্গীকে থানায় নিয়ে গিয়ে জেরা করে। এরপরই জানা যায় আসল ঘটনা। পুলিশ সূত্রে খবর, মর্জিনা বিবি নিঃসন্তান। গত ২৫শে আগস্ট এক মহিলা এগরার এক নার্সিং হোমে এই শিশুর জন্ম দিয়েছিলেন। ওই নার্সিং হোম থেকেই শিশুটিকে ২ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন মর্জিনা বিবি।

তদন্ত শুরু পুলিশের

এই ঘটনায় ইতিমধ্যেই এগরার ওই নার্সিংহোমের মালিক সঞ্জয় গোল ও তাঁর স্ত্রী সুপ্রিয়া সহ আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে পড়ে শিশুটিকে বিক্রির কথা স্বীকার করেছে অভিযুক্তরা। তাদের সঙ্গে আর কেউ এই ঘটনায় জড়িত ছিল কী না বা কোনও শিশুকে পাচার করা হয়েছে কী না, আর কতদিন ধরেই বা এই চক্র চলছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Back to top button
%d bloggers like this: