রাজ্য

সকাল থেকেই আকাশের মুখ ভার, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আজ সারাদিনই চলবে মুষলধারে বৃষ্টি

সপ্তাহের প্রথমদিনই মুখ ভার আকাশের। রবিবার রাত থেকেই সশ্রে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সারাদিনই মুষলধারে বৃষ্টি হবে। আর এর জেরে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা।

গত শনিবার থেকেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর জেরে সপ্তাহের প্রথমদিন থেকেই শুরু হয়েছে বর্ষণ। আর শহরে বৃষ্টি মানেই যানজট। এর জেরে সপ্তাহের প্রথমদিনই বেশ নাকাল হতে পারেন নিত্যযাত্রীরা। লাগাতার বৃষ্টির জেরে শহরের নিচু এলাকা জলমগ্ন হতে পারে।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নাবর্তের প্রভাবে চলতি বছরে এই প্রথম গভীর নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর জেরে আগামী বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টি চলবে। চলতি বছরে এখনও পর্যন্ত ভারী বর্ষণের মুখ দেখেনি রাজ্যবাসী। পাশাপাশি, এই বছর আগস্ট মাসে যা বৃষ্টি হয়েছে, তা অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আজ, সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯৭ শতাংশ। চলতি সপ্তাহে উপকূলের মৎস্যজীবীদের আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে বৃষ্টি হলেও মুক্তি নেই ভ্যাপসা গরমের হাত থেকে। নিম্নচাপের জেরে গরম থেকে খানিক স্বস্তি মিলতে পারে। একটানা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। আজ, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভাসলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে বলেই খবর। আগামী তিনদিনে তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে।

Back to top button
%d bloggers like this: