রাজ্য

সঙ্গী বিয়োগ হয়েছে দু’জনেরই, পুলিশ আধিকারিকরাই চারহাত এক করলেন দুই সিভিক পুলিশের, থানার মধ্যেই আয়োজন করা হল বিয়ের

দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর পুলিশ স্টেশনের দুই সিভিক পুলিশ হলেন রানু জানা ও স্বরূপ প্রামাণিক। সম্প্রতি তাদের দু’জনেরই সঙ্গী বিয়োগ হয়েছে। থানায় কাজ করতে করতেই একে অপরের প্রেমে পড়েন তারা। দু’জনের চারহাত এক করানোর দায়িত্ব নেন মথুরাপুর থানার পুলিশ আধিকারিকরাই। দুই সিভিক পুলিশের বিয়ের আসর বসল ওই থানাতেই। আলোয় আলোয় সেজে উঠল মথুরাপুর থানা।

সূত্রের খবর অনুযায়ী, তালপুকুরের বাসিন্দা স্বরূপ একজন সিভিক পুলিশ। অসুস্থতার কারণে সম্প্রতি মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীয়ের। অন্যদিকে, দেবীপুর এলাকার বাসিন্দা হলেন রানু জানা। তাঁর স্বামীও একজন সিভিক পুলিশ ছিলেন। সম্প্রতি মৃত্যু হয় তাঁরও। স্বামীর মৃত্যুর পর সেই চাকরি পেয়েছিলেন রানু।

স্বরূপ এবং রানু, দু’জনেই মথুরাপুর থানাতে কাজ করেন। একে অপরের সঙ্গে মেলামেশা করতে করতে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। এই বিষয়টি প্রকাশ্যে এলে তাঁদের দু’জনের সম্মতিতে মথুরাপুর থানাতেই পুলিশ আধিকারিক এবং বাকি পুলিশকর্মীরা তাদের বিয়ের আয়োজন করেন। গতকাল, বৃহস্পতিবার মথুরাপুর থানার এসআই অনুপ মজুমদারের উদ্যোগে থানাতেই বিবাহ সম্পন্ন হয় দুই সিভিক পুলিশের।

এদিন রানু ও স্বরূপের বিয়ের জন্য সেজে উঠেছিল মথুরাপুর থানা। থানার দুই পুলিশকর্মীর বিয়ের জন্য কোনও কমতি রাখেন নি থানার আধিকারিকরা। থানার পক্ষ থেকেই বিয়ের সমস্ত আয়োজন করা হয়। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য থানাতেই ভুরিভোজের আয়োজন করা হয়েছিল।

বিয়ে প্রসঙ্গে পাত্রী রানু জানা বলেন, “আমি খুব খুশি। আমার মা-বাবা-ভাই সবাই এসেছে বিয়েতে। থানার সকলকে আমার ধন্যবাদ। থানার বড়বাবুকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাবাকেও ধন্যবাদ। বাবা আমার জন্য অনেক কিছু করেছে। আমি এত খুশি যে বলে বোঝাতে পারব না”।

অন্যদিকে, পাত্র স্বরূপ প্রামাণিক জানান, “আমি ভাবতে পারিনি এ রকম ভালোভাবে আয়োজন করে আবার নতুন জীবন শুরু করব। থানার সকলকে ধন্যবাদ। আমার সিভিক ভাইদেরও ধন্যবাদ। সকলে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ করেছেন”।

Back to top button
%d bloggers like this: