বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পড়ল পোস্টার, ভোটের মুখে চূড়ান্ত অস্বস্তিতে গেরুয়া শিবির

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগ করে পোস্টার সাঁটানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পানাগড় ও বুদবুদে। এই পোস্টারে লেখা রয়েছে, “আপনি কি জানেন বিজেপির প্রার্থী তপন বাগদি ধর্ষণের মামলায় অভিযুক্ত। মামলা আদালতে বিচারাধীন। এই প্রার্থী কি মা-বোনেদের সুরক্ষা দেবে”। তবে পরে সেই পোস্টার ছিঁড়েও ফেলা হয়।
কে বা কারা এই পোস্টার দিয়েছে, তা এখনও রহস্য। কিন্তু এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই পোস্টারের নীচে আবার লেখা মা ও বোনেরা। এই ঘটনা গলসি আসনে বিজেপি মধ্যে গোষ্ঠীদ্বন্দের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?
পান্ডবেশ্বর ও দুর্গাপুরে বিজেপি প্রার্থী নিয়ে বেশ অসন্তোষ রয়েছে। প্রার্থীর নাম ঘোষণার দিনই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। বিক্ষোভ দেখা বিজেপি কর্মীরা। তারা হুঁশিয়ারি দেন যে তারা নিজেদের পছন্দমতো প্রার্থীকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করাবেন। তবে কি গোষ্ঠীদ্বন্দের জেরেই এমন পোস্টার দেওয়া হল, এ নিয়ে চলছে জল্পনা।
আরও পড়ুন- ‘২রা মে দিদি যাচ্ছেন, বাংলায় আসল পরিবর্তন আসছে’, বাঁকুড়ার সভায় ঘোষণা মোদীর
ভোটের মুখে এমন একটি পোস্টারে অস্বস্তি বেড়েছে বিজেপির। বিজেপির জেলা নেতৃত্বের দাবী, এই কাজ করেছে তৃণমূল। ওঁদের চক্রান্তেই এটা হয়েছে। অন্যদিকে, তৃণমূল জেলা সহ সভাপতি জাকির হোসেন বলেন, “বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর সময় নেই তৃণমূলের। সারা বাংলা জুড়ে বিজেপি যেভাবে নিজেদের মধ্যে মারামারি করছে, তাতে সবাই জানে এটা বিজেপির নিজেদের ভেতরের কাজ”। এই বিষয়ে অবশ্য বিজেপি প্রার্থী তপন বাগদির কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।