রাজ্য
Breaking: এবার দল ছাড়লেন এই দাপুটে বিধায়ক!

প্রার্থী ঘোষণা হওয়ার পর একের পর এক দলত্যাগী হওয়ার ঘটনা সামনে চলে আসছে। সিপিএম তৃণমূল বিজেপি থেকে কংগ্রেস সকলেই মোটামুটি এই সমস্যায় জর্জরিত। এবারে কংগ্রেস ত্যাগ করে দলকে সমস্যা ফেললেন মুর্শিদাবাদের বড়ঞার দুইবারের বিধায়ক প্রতিমা রজক।
দল ছাড়ার পরে তিনি জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা দিয়েছি। আমার একটি বাচ্চা রয়েছে। তাকে আমি সময় দিতে পারি না। পাঁচ বছর আগেই যখন দাঁড়িয়ে ছিলাম তখনই বলেছিলাম আমি আর দাঁড়াবো না।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?
যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর এই আসন থেকে এবার শিলাদিত্য হালদার যিনি অধীর রঞ্জন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ তাকে প্রার্থী করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন প্রতিমা। তাই এই আচমকা দলত্যাগের সিদ্ধান্ত।