রাজ্য

মিত্রে মিত্রে শত্রুতা! শ্রীলেখার বিজেপি বিরোধী বিতর্কিত পোস্ট নিয়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন রিমঝিম!

সামনেই বিধানসভা নির্বাচন। জোর কদমে চলছে প্রস্তুতি, প্রচার। বাংলার মসনদ কার হাতে তুলে দেবে তা নির্বাচন করবে আমজনতাই। কিন্তু তার চটক, চমকে খামতি রাখছে না কোন‌ও দলই।

ঢালাও টলিউড তারকাদের যোগদানে তৃণমূল-বিজেপি এখন বেশ গ্ল্যামারাস। দুই শিবিরের তারকারাই এখন মোদী-মমতাকে নিয়ে লেগে পরেছেন।

তবে এর‌ই মধ্যে তাল কাটলেন টলিউডের অন্যতম ঠোঁটকাটা এবং বিতর্কিত ব্যক্তিত্ব শ্রীলেখা মিত্র। রাজনীতি নিয়েও ভীষণ সচেতন এই বামমনস্ক নায়িকা। একুশের বিধানসভা ভোটে জোর গলায় বামেদের হয়ে প্রচার চালাচ্ছেন শ্রীলেখা। জনসভা থেকে ব্রিগেডের ময়দান, সবেতেই তিনি আছেন।

আর‌ও পড়ুন-দল সম্মান দেয়নি, মমতার জন্য মঞ্চে নেচেছি, রাগে, ক্ষোভে তৃণমূল ছাড়লেন তারকা নেত্রী

টলিউডের অভিনেতাদের এই ক‌ইয়ের ঝাঁকের মতো রাজনীতিতে যোগদান নিয়েও আগে বহুবার সরব হয়েছেন অভিনেত্রী। আর সোমবার বিস্ফোরক ফেসবুকে পোস্টে শ্রীলেখা লেখেন, ‘শুনলাম এক টলি তারকাকে দলে যোগ দেওয়ানোর জন্য ৭ কোটি টাকা দিয়েছে বিজেপি’। যদিও কোনও তারকার নাম করেননি শ্রীলেখা। সাম্প্রতিক সময়ে যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষ- একঝাঁক টলি তারকা যোগ দিয়েছেন বিজেপিতে।

আর‌ও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?

তবে বন্ধুত্বের লেখার এই পোস্ট দেখে চুপ করে বসে থাকেননি বিজেপির তারকা নেত্রী রিমঝিম মিত্রও। তিনি অভিযোগকারিণী শ্রীলেখাকে স্পষ্ট প্রশ্ন করেন, কাকে দিয়েছে ৭ কোটি? জবাবে শ্রীলেখা লেখেন হাতে প্রমাণ পেলে নাম নিশ্চয় জানাবেন। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন, রিমঝিমও। তিনি পালটা কিছুটা হুমকির সুরে বলেন, ‘নাম ও প্রমাণ অবশ্যই বলো, না হলে পার্টি কিন্তু আইনি পথে হাঁটবে’। রিমঝিমের এই মন্তব্য শুনে শ্রীলেখা সটান বলে বসেন, ‘যাক জেলে পাঠাক…জেলেই তো পাঠাবে, আমায় কিনতে তো আর পারেনি, কী  করবে বল?’

এবার দেখার এই দুই মিত্রের বাক্-লড়াই কতদূর যায়। সত্যিই কি শ্রীলেখার বিরুদ্ধে আইনি পথে হাঁটবে বিজেপি?
Back to top button
%d bloggers like this: