রাজ্য

১০ মাসের শিশুকে গলা টিপে খু’ন, বাড়িতেই পুঁতে দিলেন খোদ মা, কারণ নিয়ে ধোঁয়াশা

কথায় বলে, ‘কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনও নয়’। নিজের সন্তানের জন্য কী না করেন না মায়েরা। নিজের সন্তানকে ভালো রাখতে, দু’বেলা খাওয়ানোর জন্য কত মা দিনরাত এক করে দেন। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনও তুলনা হয় না। কিন্তু সেই মা-ই যদি কুমাতার রূপ নেন, তাহলে?

এবার নিজের সন্তানকেই খু’ন করার অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। নিজের দশমাসের শিশুকন্যাকে গলা টিপে খু’ন করে বাড়িতেই পুঁতে দিলেন মা। অভিযুক্ত ওই মহিলার নাম মেরিনা বিবি। তাকে আটক করেছে পুলিশ। কী কারণে তিনি এই ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরের ঝর্ণা বসতিতে। স্থানীয় সূত্রে খবর, ওই অঞ্চলের বাসিন্দা অভিযুক্ত মেরিনা বিবির স্বামী বর্তমানে জেলবন্দি। বাড়িতে ৫ বছর ও দশমাস বয়সি দুই মেয়েকে নিয়েই থাকতেন ওই মহিলা। মহিলার বাপের বাড়ির সদস্যরা পাশেই থাকেন। অভিযোগ, গত মঙ্গলবার মেরিনা বিবি নিজের দশমাসের শিশুকন্যাকে গলা টিপে খু’ন করে বাড়িতেই মাটিতে পুঁতে দেন।

ওই মহিলার আরেক মেয়ে এই কথা প্রতিবেশীদের জানায় গতকাল, বুধবার। তা জানার পর প্রতিবেশীরা খবর দেন জয়গাঁ পুলিশকে। পুলিশ এসে আটক করে ওই মহিলাকে। মহিলার কড়া শাস্তির দাবী তুলেছেন প্রতিবেশীরা। পুলিশ মাটি খুঁড়ে ওই একরত্তির দেহ উদ্ধার করে ম্যনাতদন্তে পাঠায়,

এই ঘটনা প্রসঙ্গে জয়গাঁ থানার ওসি টি এন লামা বলেন, “ওই মহিলাকে তুলে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা নিয়ে আমাদের কাছে কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে”।

Back to top button
%d