রাজ্য

‘যারা দোষী, তাদেরই এই কাণ্ডে হাত রয়েছে কী না দেখতে হবে’, লালন শেখের মৃত্যু প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা

গতকাল, সোমবার বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে থাকাকালীনই। এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত এলাকা। লালনের মৃত্যুর পর থেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বগটুই গ্রামের লোকজন।

এই বিক্ষোভে সামিল হয়েছেন লালনের পরিবারের লোকজনও। শুধু তাই-ই নয়, বগটুই কাণ্ডে এখনও পর্যন্ত সিবিআই যাদের গ্রেফতার করেছে, তাদের পরিবারও বিক্ষোভ দেখান সিবিআই অস্থায়ী ক্যাম্পের সামনে। এবার এহেন পরিস্থিতিতে লালনের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

লালনের মৃত্যু প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাহুল সিনহা বলেন, “লালন শেখের মৃত্যু রহস্যজনক অবশ্যই। যদিও সিবিআই জানিয়েছে যে লালন শেখ আত্মহত্যা করেছে। বিষয়টি সিবিআই উচ্চ পদস্থ আধিকারিকরা তদন্ত করবেন। তবে দেখতে হবে যারা দোষী এই কাণ্ডের পিছনে তাদের কোনও হাত রয়েছে কি না। সুতরাং বিষয়টি নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে”।

গতকালের এই ঘটনার পর থেকেই বারবার লালন শেখের স্ত্রী ও তাঁর পরিবার দাবী করে আসছে যে লালনকে খুন করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “অভিযোগ করতেই পারেন। তবে তদন্তে যেটা বেরোবে সেটাই হবে। সবটাই আদালতের বিচার করবে”।

এখানেই শেষ নয়, তৃণমূলকে আক্রমণ করে রাহুল সিনহা বলেন, “তৃণমূল এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। বর্তমানে তৃণমূলের হাতে কিছু নেই। কারণ একটা জিনিস বুঝতে হবে লালন শেখও ওই খুনের মামলায় জড়িত আসামী। আর যারা জেলখানায় রয়েছে তারাও ওই খুনের মামলার আসামী। এর থেকে একটা জিনিস পরিস্কার তৃণমূল আসামীদের জন্য আন্দোলন করে, আসামীদের জন্য লড়াই করে কিন্তু যারা খুন হয়েছে তাদের জন্য লড়াই করে না”।

Back to top button
%d