রাজ্য

ফের বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, সপ্তাহান্তে প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। দেখে যেন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তবে এখনও পর্যন্ত তেমনটা হয়নি। এরই মাঝে ফের কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে অনেক বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এর সঙ্গে বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের জেরে বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু-একদিনের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফের কালবৈশাখী হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস সংবাদমাধ্যমে জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের গতি কিছুটা কমবে। এর জেরে দক্ষিণবঙ্গে গরমের প্রভাব অনেকটাই কমতে পারে। আর এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবারের মধ্যে একবার কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবার বাংলায় কবে বর্ষা ঢুকবে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মৌসম ভবন জানিয়েছে, এই বছর কেরলে বর্ষা দেরিতে ঢুকবে। কেরলে বর্ষা ঢুকতে ঢুকতে ৪ই জুন হয়ে যাবে। তবে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, কেরলে দেরিতে বর্ষা ঢোকার সঙ্গে বাংলায় বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই।

তাঁর মতে, কেরলে বর্ষা দেরি করে ঢুকবে মানে এই নয় যে বাংলাতেও বর্ষা দেরিতে ঢুকবে। বাংলায় ঠিক সময়েই বর্ষা ঢুকবে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি এও জানান যে আগামী ২-৩ দিনের মধ্যে এই বিষয়ে বিশদে আরও তথ্য জানা যাবে।

Back to top button
%d bloggers like this: