আজও স্বস্তির বৃষ্টিতে ভিজবে বাংলা, দু-এক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি আসছে নানান জেলায়, জানাল হাওয়া অফিস

আজ, শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। আর দু-এক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়। হাওড়া ও দুই ২৪ পরগণাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এর সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। চার জেলায় হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস সূত্রে খবর, গত দু’দিনের মতো আজ, শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বিকেল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও শনিবার ভিজতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান।
তবে আগামীকাল, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সেই কারণেই রাজ্যে এই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন আপাতত রাজ্যে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের দেখা যাবে না। তবে এরপর থেকে ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
শনিবার দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে।