রাজ্য

Breaking: প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই বিজেপিতে সমস্যা শুরু! কী হল জানতে পড়ুন

কিছুক্ষণ আগে পরবর্তী কয়েক দফায় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্তর নাম। সাধারণত টিকিট পাওয়া নিয়ে দিকে দিকে যে নাটক হচ্ছে তাতে সকলের মনে করেছিলেন টিকিট পেয়ে খুশি হবেন এই বিজেপি নেতা।

আরও পড়ুন – হামলা নয়, নন্দীগ্রামে দুর্ঘটনাই ছিল: পর্যবেক্ষকদের রিপোর্টের পর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

কিন্তু আদতে ঘটনাটা ঘটলো পুরো উল্টো। তাকে প্রার্থী হিসাবে হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে জানতে পেরেই বেঁকে বসলেন রন্তিদেব বাবু। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি ভোটে লড়তে চাই না। আমি দলের হয়ে শুধু প্রচার করতে চাই। আমি এই ব্যাপারে দলের নেতৃত্ব কে জানিয়েও ছিলাম কিন্তু কেন আমার নাম ঘোষণা করা হলো আমি বুঝতে পারছি না।

আরও পড়ুন – প্রথম দু’দফার পর তৃতীয় ও চতুর্থ দফার পূর্ণ তালিকা ঘোষণা করল বিজেপি

যা শুনে হতবাক সকলেই। এখন তার বক্তব্যের পর বিজেপি শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

Back to top button
%d