রাজ্য
লাগামহীন দলত্যাগ! বিধানসভার লড়াইতে টিকিট না পেয়ে তৃনমূল ছাড়তে পারেন মন্ত্রী রত্না ঘোষ কর

প্রার্থী না হতে পেরে রাজ্যের অন্যান্য প্রান্তের মত বিক্ষোভের আঁচ চাকদহতেও। এবার টিকিট না পেয়ে দল ছাড়া সম্ভাবনা তৈরি হয়েছে মন্ত্রী রত্না ঘোষ করের। চাকদহের বিধায়ক তিনি। সামলেছেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এবার তাঁকেই টিকিট দেয়নি রাজ্য।
আরও পড়ুন – মাঝরাতে বিজেপিতে যোগদান দাপুটে তৃণমূল নেতার, শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি
অন্যান্যদের মতো তিনিও ক্ষোভ উগরে জানালেন, দীর্ঘদিন এই কেন্দ্রের জন্য লড়াই করেছেন তিনি, পরিশ্রমও কম নয়। আর তাকেই এবার প্রার্থী হিসেবে যোগ্য সম্মান দিল না তৃণমূল l
একইসঙ্গে তিনি জানিয়েছেন, “চাকদহ বিধানসভা কেন্দ্রে যাঁকে এই বছর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সেই শুভংকর সিংহ কোনওদিন দলীয় পতাকা পর্যন্ত হাতে তুলে নেননি। অথচ তাঁকেই দলের প্রার্থী হিসেবে ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। এরপর আর তৃণমূলের সঙ্গে থাকার কোনও মানে হয়না।”
আরও পড়ুন –নীলবাড়ির লড়াই জিততে রবিতে ব্রিগেডে মোদীর ঐতিহাসিক জনসভা! ২১শে জিততে পারবেন কি বাংলা?
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নাগাড়ে দলত্যাগে বেজায় ঝামেলায় পড়েছে রাজ্যের শাসক দল।