রাজ্য

পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, প্রথম স্থান অধিকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দারের

পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। আজ, বুধবার বেলা ১২টার সময় ফল প্রকাশ করা হয়েছে সংসদের তরফে। সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ। শেষ হয় ২৭ মার্চ। মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। চলতি বছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। এদের মধ্যে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশ করেছেন ৮৭.২৬ শতাংশ। এবার মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৮৭ জন পরীক্ষার্থী।

এই বছরেও ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৭ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। মার্কশিটে প্রথম কিউআর কোড দেওয়া হয়েছে। পাশের হার বেশি ৯৫.৭৫ পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা।

প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজ পুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন চার জন। তারা হলেন চন্দ্রবিন্দু মাইতি, পশ্চিম মেদিনীপুরের অনুসুয়া সাহা, পিয়ালি দাস দক্ষিণ দিনাজপুর,শ্রেয়া মল্লিক, দক্ষিণ দিনাজপুর। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯৪। ৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন তিনজন। এরা হলেন দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল ও আরও একজন।

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান পাওয়া সুষমা খান বলেন, “স্যররা খুবই সাহায্য করেছেন। করোনার কারণে আমরা মাধ্যমিক দিতে পারিনি। ভল ফল হবে আশা করেছিলাম। তবে দ্বিতীয় হব ভাবিনি। ভবিষ্যতে আমি ভূগোল নিয়ে এগিয়ে যেতে চাই। অঙ্ক করে চাই। আমার ভাল ফলাফলের অবদান মা-বাবা ও স্যর। পড়াশোনা ছাড়া গান করি ও ডাইরি লিখি”।

Back to top button
%d bloggers like this: