ইডি’র নজরে সারদা কান্ড! জিজ্ঞাসাবাদের জন্য তলব রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে

ভোটের মুখে বিভিন্ন মামলার একসঙ্গে চলছে তদন্ত। বাংলায় কয়লা-গরু-চিটফান্ডকাণ্ডে তৎপর হয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি।
এবার সারদাকাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। একই মামলায় ডাক পড়েছে প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারেরও। সূত্রের খবর, আগামী ২৫শে মার্চ ডাকা হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। সারদা মামলাতেই আজ ইডির দফতরে যান মদন মিত্র এবং বিবেক গুপ্ত।
আরও পড়ুন- হাতজোড় করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর
রাজনৈতিক নেতাদের পাশাপাশি এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। শুক্রবার সারদা মামলায় ইডি-র দফতরে হাজিরা দেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত।
শুক্রবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যান মদন মিত্র। ইডির প্রশ্নের মুখোমুখি হওয়ার পাশাপাশি বেশ কিছু নথিও জমা দেন তিনি। মদন মিত্র বলেন, সহযোগিতা করব, করছিও । মদন মিত্র ইডির দফতরে থাকাকালীনই সিজিও কমপ্লেক্সে হাজির হন বিকাশ গুপ্তর ভাই বিবেক গুপ্ত। তিনিও কিছু নথি জমা দেন। ইডি সূত্রের খবর, জোড়সাঁকোর তৃণমূল প্রার্থীকে আবার ৮ এপ্রিল ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে।
আরও পড়ুন- প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ! ক্ষোভে শ্যামনগরে নিজেদের দলীয় কার্যালয়ই উপড়ে দিল বিজেপি কর্মীরা
সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করার পিছনে ইডি সূত্রের দাবি, সারদার একাধিক অনুষ্ঠানে সুরজিৎ কর পুরকায়স্থকে দেখা গিয়েছিল। ইডি আধিকারিকরা জানতে চান, তাঁর সঙ্গে সারদার যোগাযোগ কীভাবে? কোন সূত্রে? সারদা থেকে কি তিনি কোনও আর্থিক সুবিধা পেয়েছিলেন? প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারকেও ডেকে পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, চুক্তি ছাড়াই সারদার পরামর্শদাতা হিসেবে লক্ষ লক্ষ টাকা বেতন নিতেন রজত মজুমদার। এর আগে সারদাকাণ্ডেই রজত মজুমদারকে গ্রেফতার করে সিবিআই।