রাজ্য

‘মুখ্যমন্ত্রীর কনভয় তল্লাশি করা হোক’, রাজ্যের নানান প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁ-র

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগে রাজ্যের নানান প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলকে তোপ দাগতে ছাড়ছে না বিরোধীরা। এবার এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়ে তল্লাশি করার দাবীও তুললেন তিনি।

সৌমিত্র খাঁ বলেন, “বাংলার মন্ত্রীদের গাড়ি পরীক্ষা করা হোক। কারণ, মুখ্যমন্ত্রীর কনভয় যেখানে যাচ্ছে সেখানে বেশি করে বোমা পাওয়া যাচ্ছে। গুলি পাওয়া যাচ্ছে। ভিআইপি গাড়ি পরীক্ষা করা হোক। আমার মনে হয় নিঃসন্দেহে মন্ত্রীরা এগুলো সরবরাহ করছে। তাই পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এত বোমা, গুলি পাওয়া যাচ্ছে। তাদের জীবিকা বোমা, অস্ত্র সরবরাহ করা। পশ্চিমবঙ্গ সরকারের এটাই কাজ। মন্ত্রীদের এটাই কাজ”। তাঁর এহেন দাবী নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। শাসক-বিরোধী তরজাও অন্য মাত্রা পেয়েছে।

এর আগে শুভেন্দু অধিকারীর গাড়ি করে নন্দীগ্রামে বিপুল টাকা ও বেআইনি অস্ত্রশস্ত্র ঢোকার অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই সময় পুলিশকে উদ্দেশ্য করে বলেন, “নাকা চেকিংয়ে শুভেন্দুর কনভয় আটকে গাড়িতে তল্লাশি চালানো হোক। তা হলেই প্রমাণ হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা কনভয়ের সুবিধা নিয়ে কীভাবে বেআইনি পাচারচক্র চালাচ্ছেন শুভেন্দু”।

তবে এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র দাবীকেও তেমন গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা। তদন্তের বিষয়ে কার্যত সায় দিয়ে কুণাল ঘোষ বলেন, “আমাদের গাড়িতে যাচ্ছে না ওসব। ও কী বলবে? তদন্ত হোক”।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগণার কাশীপুর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। এর আগে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া, শ্যামনগর-সহ নানান জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আদৌ কতটা নির্বিঘ্নে কাটবে, তা নিয়ে আশঙ্কা বেশ বেড়েছে।

Back to top button
%d bloggers like this: