রাজ্য

রাজ্যে ফের উদ্ধার ৭টি তাজা বোমা, প্রবল আতঙ্কে মুর্শিদাবাদের বাসিন্দারা, পঞ্চায়েত নির্বাচনের আগে আতঙ্ক তৈরির চেষ্টা?

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর এর আগে মাঝেমধ্যেই রাজ্যের নানান জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার ফের উদ্ধার হল সকেট বোমা (Socket Bomb)। তবে এবার আর একটি বা দু’টি নয়, একসঙ্গে ৭টি বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থেকে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। হাজির হয়েছে বম্ব স্কোয়াডও (bomb squad)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জিতারপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতেই একটি ব্যাগ থেকে মেলে সাতটি তাজা সকেট বোমা। খবর দেওয়া হয় হয় বম্ব স্কোয়াডকে।

এটাই প্রথম নয়, এর আগেও ১লা এপ্রিল ৫টি ও ২১শে ডিসেম্বর ৯টি সকেট বোমা উদ্ধার করেছিল পুলিশ। আর আজ ফের একসঙ্গে সাতটি তাজা সকেট বোমা উদ্ধার হল। এমন ঘটনার জেরে বেশ আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। কারা বা কী উদ্দেশ্যে এই বোমা মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

এই বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে কাশিমপুরের বাসিন্দা শেখ সাদ্দাম হোসেন বলেন, “আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। শুনলাম এখানে বোমা পাওয়া গিয়েছে। আশেপাশের লোকজন বলছিল ব্যাগের মধ্যে বোমা রাখা রয়েছে। আমি দেখতে গিয়েছিলাম। একটু ভয়-ভয় লাগছে। শুনেছি এখানে সকেট বোমা রয়েছে। এলাকায় পুলিশ এসেছে। কে বা কারা এইসব করছে কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন আগে এখানে বোমা উদ্ধার হয়েছিল। এখন আবার উদ্ধার হল”।

Back to top button
%d bloggers like this: