পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বড় ভাঙন শাসক শিবিরে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল একাধিক পরিবার

ফের বড় ভাঙন তৃণমূলে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একাধিক পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। কিছুদিন আগেই ২০০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন। এমন ঘনঘন দলছাড়ার ঘটনায় বেশ অস্বস্তিতে শাসক দল।
এ দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন ধূপগুড়ির কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সহ-সভাপতি মাধব চন্দ্র রায়, পশ্চিম মণ্ডলের সভাপতি কমল সিংহ রায় সহ ও আরও অনেকেই।
এই দলবদলের ঘটনায় পশ্চিম মণ্ডলের সভাপতি কমল সিংহ রায় জানান, “বুধবার সন্ধ্যায় এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ধূপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনয় সাহা মোর এলাকায় তা অনুষ্ঠিত হয়েছে। বিজেপিকে উজ্জীবিত করতে তৃণমূল ছেড়ে সাধারণ মানুষ দলে দলে বিজেপি-তে যোগদান করেছে”।
যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের কথায়, “মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে এবং প্রতারিত করে এলাকার উন্নয়নকে স্তব্ধ করেছেন। এলাকার সাধারণ মানুষ সরকারি ইন্দিরা আবাস থেকে বঞ্চিত হয়েছেন। তাই তারা আজ কাটমানি খাওয়া তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম”।
উল্লেখ্য, গত মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা ২ নং গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএম-এ যোগদান করেন কমপক্ষে ২০০টি পরিবার। স্থানীয় বাম নেতৃত্বের তেমনটাই দাবী ছিল। এলাকার সিপিএম নেতারা অভিযোগ করেন, সাধারণ মানুষকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। মানুষকে প্রতারিত করে এলাকার উন্নয়নকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। সরকারি ইন্দিরা আবাস যোজনা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন বলে দাবী করে সিপিএম নেতৃত্ব।