রাজ্য

সপ্তাহান্তে দুর্ভোগ যাত্রীদের! চলবে রক্ষণাবেক্ষণের কাজ, শনি-রবিবার হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল

পার্ক সার্কাসের ফুট ব্রিজে কাজ হবে। সেই কারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যেই তা জানানো হয়েছে। শনি ও রবিবার রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত শিয়ালদহ-বালিগঞ্জ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়েছে।

অন্যদিকে আবার হাওড়া শাখাতেও বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর অনুযায়ী, সোমরাবাজার ও বেহুলা স্টেশনে ২৯শে জানুয়ারি পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও সপ্তাহান্তে অনেক লোকালই বাতিল করা হয়েছে বলে খবর।

শনিবার শিয়ালদহ শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

শিয়ালদহ ক্যানিং শাখা, লক্ষ্মীকান্তপুর শাখা, বজবজ শাখা ও ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। শনিবার ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিলের তালিকায় রয়েছে-

  • ডাউন 34164 বজবজ-শিয়ালদা লোকাল
  • আপ 34163 শিয়ালদা-বজবজ লোকাল
  • আপ 34857 শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল
  • ডাউন 34858 ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল
  • আপ 34757 শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল
  • ডাউন 34752 লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল
  • আপ 34557 শিয়ালদা-ক্যানিং লোকাল
  • ডাউন 34552 ক্যানিং-শিয়ালদা লোকাল।

রবিবার রাতে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-  

  • আপ 34113 শিয়ালদা-বজবজ লোকাল
  • ডাউন 34114 বজবজ-শিয়ালদা লোকাল
  • আপ 34815 শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল
  • ডাউন 34818 ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল
  • আপ 34711, 34715 শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল
  • ডাউন 34714, 34718 লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল
  • আপ 34511 শিয়ালদা-ক্যানিং লোকাল
  • ডাউন 34354 ক্যানিং-শিয়ালদা লোকাল
  • ডাউন 34412 সোনারপুর-শিয়ালদা লোকাল
  • আপ 34411 শিয়ালদা-সোনারপুর লোকাল
  • আপ 34611 শিয়ালদা-বারুইপুর লোকাল
  • ডাউন 34612 বারুইপুর-শিয়ালদা লোকাল

শনিবার হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে-

  • 37925 আপ লোকাল
  • ব্যান্ডেল থেকে বাতিল ডাউন 37757 লোকাল

রবিবার হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি-  

  • 37911, 37913, 37915, 37917, 37919, 37921 আপ লোকাল
  • কাটোয়া থেকে বাতিল 37914, 37916, 37918, 37920, 37922, 37924, 37926, 37744, 37746, 37748, 31112, 37750, 37752
  • ব্যান্ডেল থেকে বাতিল 37747, 37749, 37751, 37753, 31111 ডাউন লোকাল

Back to top button
%d bloggers like this: