‘লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বলেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের বেলায় হঠাৎ কী হল’, মহিলাদের ২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে শুভেন্দুকে তোপ শশীর

লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা নয়, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মহিলাদের মাসিক ২০০০ টাকা দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারে এই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন নে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
কী বলেছেন শুভেন্দু?
একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসার পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু হয়। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। গতকাল, মঙ্গলবার ফুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে।
তিনি এও উল্লেখ করেন যে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে। ২০২৪-এ লোকসভা নির্বাচন রয়েছে আর বিধানসভা নির্বাচন হবে ২০২৬-এ। এর আগে শুভেন্দু কোন মন্ত্রিসভার কথা বলেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শশী পাঁজার প্রতিক্রিয়া
শুভেন্দুর এই প্রতিশ্রুতি প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেন, “এতদিন মহিলাদের অনেক অপমান করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকে বলা হয়েছিল দয়া, ভিক্ষে। হঠাৎ কী মনে হল”?
তাঁর দাবী, বিজেপি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে আগে প্রকল্প শুরু করে দেখা উচিত। শশী পাঁজার মতে, মহিলাদের অপমান করা হচ্ছিল, এটা বুঝেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু।