রাজ্য

সিবিআই-ইডি গ্রেফতার করতে পারবে না অভিষেককে, ও পরিকল্পিতভাবে দুর্নীতি করেছে’, ফের সোনালির নিশানায় তৃণমূল নেতা

এর আগেও একাধিকবার তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। আর এবার ফের একবার তাঁর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই বা ইডি যতই চেষ্টা করুক, অভিষেককে গ্রেফতার করতে পারবে না, এমনটাই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের ছায়াসঙ্গী সোনালি গুহর।  

তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সাড়ে ন’ঘণ্টা তাঁকে জেরা করা হয়। পরবর্তীতেও তাঁকে তলব করলে সেই হাজিরা এড়িয়ে যান অভিষেক।

অভিষেককে গ্রেফতারির দাবী তুলেছে বিজেপি। এমন পরিস্থিতিতে সোনালি গুহ এক সংবাদমাধ্যমে বলেন, “অভিষেককে গ্রেফতার করা যাবে না। খুব চালাক। পরিকল্পিত ভাবে দুর্নীতি করেছেন। দুর্নীতির কোনও টাকা নিজের অ্যাকাউন্টে নেই। বিনয় মিশ্র পালিয়েছে। কালীঘাটের কাকু গ্রেফতার হয়েছে। সব জায়গায় কোটি কোটি জড়িত হলেও অভিযেকের অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। সেই কারণেই উনি জোর গলায় বলছেন, দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি গলায় পরব”।

তাঁর সংযোজন, “ওঁর সঙ্গী কেউ বা স্ত্রীকে গ্রেফতার করলে কিছুটা হেনস্থার মুখে পড়তে পারেন। কিন্তু অভিষেক গ্রেফতার করা মুশকিল। উনি পরিকল্পিত ভাবে দুর্নীতি করছেন”।

প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শেষদিনে কাকদ্বীপে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেক ২ বছর বয়স থেকে রাজনীতি করে”। তা নিয়ে বিতর্ক রয়েছে। এই প্রসঙ্গ তুলে কটাক্ষ করে সোনালি গুহ বলেন, “এটা একটা মিথ্যাচার। দু’বছর বয়েসে কেউ রাজনীতি করতে পারে? একবার মাথায় আঘাত লেগে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় তিনি দিদিকে দেখতে যান। পরে মমতাদি বাড়ি ফিরে আসার পর উনি কংগ্রেস পাতাকা নিয়ে খেলার ছলে বলেছিলেন দিদিকে মারল কেন জবাব দাও। এটা কি রাজনীতি”।

সোনালি গুহর এহেন মন্তব্যের পাল্টা কটাক্ষ শানিয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা বলেন, “সোনালি গুহ যখন এতটাই জানেন সিবিআইয়ের উচিত ওঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার। উনি যখন এতো কিছু বলছেন নিশ্চয়ই ওঁর কাছে তথ্য প্রমাণ করেছে। তা সবই কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া উচিত। আসলে দলের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এই সব ব্যক্তি আক্রমণ করছেন”।

Back to top button
%d bloggers like this: