সাঁড়াশির চাপে মমতা সরকার! বকেয়া ডিএ ফেরতের দাবীতে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক রাজ্য সরকারি কর্মচারীদের, সঙ্গে বিধানসভা অভিযান

গতকাল, বুধবার রাজ্যের বাজেট অধিবেশনে ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতে মোটেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ মেটাতেই হবে, এই দাবীতে অনড় তারা। এই কারণে আগামী ২০ ও ২১শে ফেব্রুয়ারি টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগামীকাল, শুক্রবার ধিক্কার মিছিলের ডাকও দেওয়া হয়েছে। এদিন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে বাম সমর্থিত ৩০টি সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ।
প্রসঙ্গত, ২০১৬ সালে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র দাবীতে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ স্যাটে মামলা দায়ের করে। সেই আবেদনে বলা হয় যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে স্যাটের রায়ই বহাল রেখেছিল হাইকোর্ট। কিন্তু সেই রায়ের পরেও রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান নি। পাল্টা রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য সরকার।
তবে গত সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য। ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। রাজ্যের অর্থাভাবের যুক্তিও আদালতে খারিজ হয়ে যায়। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় যে রাজ্যকে বকেয়া ডিএ মেটাতেই হবে। আগামী ১৫ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আর এহেন পরিস্থিতির মাঝেই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ২৮টি সংগঠনের যৌথ মঞ্চের সদস্যরা শহিদ মিনারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবী, অবিলম্বে বকেয়া রাজ্য সরকারকে ৩৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। এসবের মধ্যেও গতকাল, বুধবার বাজেট অধিবেশনে আরও ৩ শতাংশ বাড়তি ডিএ’র কথা ঘোষণা করে রাজ্য সরকার। আর তাতে আরও ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ।
এর জেরে আগামী ২০ ও ২১ জানুয়ারি একটানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। পরপর দু’দিন সরকারি কর্মীদের কর্মবিরতির জেরে সাধারণ মানুষ বেশ সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা। শুধু তাই-ই নয়, সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের পাশাপাশি বাম সমর্থিত আরও ৩০টি সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামীকাল, শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আন্দোলন যে কেউ করতেই পারেন। তবে ডিএ নিয়ে সুর চড়ানোর আগে সকলের মনে রাখা উচিত কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দেয় না। তাই ডিএ’র পাশাপাশি কেন্দ্রকেও টাকা ফেরানোর দাবী জানানো প্রয়োজন”।